জিকে প্রশ্নোত্তর | GK Album Part-163
![]() |
জিকে প্রশ্নোত্তর | GK Album Part-163 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -
GK Album Part-163
■ ভারতের গোলাপি শহর কাকে বলে ?
উত্তরঃ জয়পুর।
■ অর্জুন পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয় ?
উত্তরঃ ১৯৬১ সাল।
■ চেঙ্গিস খান কত সালে ভারত আক্রমণ করেন ?
উত্তরঃ ১২২১ সাল।
■ স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার ?
উত্তরঃ বাল গঙ্গাধর তিলক।
■ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে দেওয়ানি লাভ করে ?
উত্তরঃ ১৭৬৫ সাল।
■ নাসিক প্রশস্তি কার লেখা ?
উত্তরঃ গৌতমী বলশ্রী।
■ তহকিক-ই-হিন্দ গ্রন্থের রচয়িতা কে ?
উত্তরঃ আলবিরুণী।
■ হরপ্পা সভ্যতা কি ধরনের সভ্যতা ?
উত্তরঃ নগরকেন্দ্রিক সভ্যতা।
■ আকবর কাকে খান-ই-খানান উপাধিতে ভূষিত করেন ?
উত্তরঃ বৈরাম খাঁ।
■ ভারতের সামরিক শহর কাকে বলা হয় ?
উত্তরঃ মিরাট।
আগের পর্বঃ
No comments:
Post a Comment