West Bengal Police Constable Practice Set in Bengali PDF || পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট || Part-09
![]() |
West Bengal Police Constable Practice Set in Bengali PDF |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আগত পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সঠিকভাবে প্রস্তুত করে তুলতে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, West Bengal Police Constable Practice Set in Bengali PDF; যেটির মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার সম্পূর্ণ সিলেবাসভিত্তিক পঞ্চাশটি প্রশ্ন দেওয়া আছে।
প্র্যাকটিস সেটটির মধ্যে জেনারেল নলেজ থেকে ত্রিশটি, অঙ্ক থেকে দশটি ও রিজনিং থেকে দশটি মোট পঞ্চাশটি প্রশ্ন দেওয়া আছে। যেটি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে।
সুতরাং অপচয় না করে প্রশ্নগুলি কুইজ আকারে দেখে নাও এবং নীচ থেকে প্র্যাকটিস সেটটির পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নাও, যাতে করে অফলাইনে প্র্যাকটিস করতে সুবিধে হয়।
WBP Constable Preliminary Practice Set
➤ সোনাইরূপা অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
অসম
ছত্তিশগড়
হিমাচল প্রদেশ
গুজরাট
➤ দীপক ঠাকুর কোন খেলার সঙ্গে যুক্ত ?
ক্রিকেট
বক্সিং
হকি
জুডো
➤ পাট্টা ও কবুলিয়ত প্রথার প্রবর্তক কে ?
শের শাহ
হুমায়ুন
আকবর
শাহজাহান
➤ We Indians গ্রন্থটির লেখক কে ?
লালা লাজপত রায়
খুশবন্ত সিং
সুব্রমান্যম স্বামী
মূলক রাজ আনন্দ
➤ ‘কলের বাঁশি’ ভাস্কর্যের স্রষ্টা কে ?
রবি শর্মা
রাম কিংকর বেজ
সালভাদর ডালি
রামনিধি গুপ্তা
➤ এলাহাবাদ দুর্গ কে প্রতিষ্ঠা করেন ?
আকবর
ঔরঙ্গজেব
জাহাঙ্গীর
হুমায়ুন
➤ প্রথম অলিম্পিক গেমসের আসর কোন শহরে বসেছিল ?
এথেন্স
লন্ডন
প্যারিস
সেন্ট লুহ
➤ ডায়াপ্টমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় ?
চোখের ফোকাস
মস্তিষ্কের তড়িৎ স্পন্দন
দ্রুতি
মন্দীভবন
➤ জুল কীসের একক ?
বল
ক্ষমতা
কাজ
চাপ
➤ ফাদার অফ মেডিসিন কাকে বলা হয় ?
হিপোক্রেটিস
মাদাম কুড়ি
গ্যালভানি
টরিসেলি
➤ সত্যশোধক আন্দোলনের সাথে কার নাম জড়িত ?
গোপাল হরি দেশমুখ
জ্যোতিবা ফুলে
লালা লাজপত রায়
বিপিনচন্দ্র পাল
➤ খৈতান ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ?
হকি
দাবা
পোলো
ভলিবল
➤ চুক্কার কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
পোলো
গলফ
শ্যুটিং
সাঁতার
➤ বাদল মেঘ নামে পরিচিত কোন মেঘ ?
কিউমুলাস মেঘ
স্ট্র্যাটাস মেঘ
নিম্বো স্ট্র্যাটাস মেঘ
কিউমুলোনিম্বাস মেঘ
➤ আদি ব্রহ্মসমাজের প্রতিষ্ঠাতা কে ?
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
দেবেন্দ্রনাথ ঠাকুর
দাদাভাই নৌরজি
প্রমথনাথ মিত্র
➤ কমনওয়েলথ গেমস ২০২২ কোথায় অনুষ্ঠিত হবে ?
বার্লিন
বার্মিংহাম
বেজিং
লস আঞ্জেলস
➤ কোন মুঘল সম্রাট গাজি উপাধি ধারণ করেছিলেন ?
জাহাঙ্গীর
আলাউদ্দিন খলজি
আকবর
শের শাহ
➤ ‘স্বত্ত্ববিলোপ নীতি’ কে প্রচলন করেন ?
লর্ড ডালহৌসি
লর্ড ওয়াভেল
লর্ড আরউইন
লর্ড রিপন
➤ কোন মৌলের আইসোটোপ নেই ?
হাইড্রোজেন
লিথিয়াম
হিলিয়াম
সোডিয়াম
➤ হাইড্রোজেনের আইসোটোপ কয়টি ?
দুটি
তিনটি
চারটি
পাঁচটি
➤ কোন দেশকে সানডে আইল্যান্ড বলা হয় ?
মালটা
কাজাখস্তান
হনডুরাস
ডোমিনিকা
➤ সৌরজগতের কম ঘনত্ব সম্পন্ন গ্রহ কোনটি ?
বৃহস্পতি
শুক্র
শনি
বুধ
➤ সুবর্ণরেখা নদীর উৎসস্থল কোথায় ?
গঙ্গোত্রী হিমবাহ
ছোটনাগপুর মালভূমি
সিয়াওয়ারা উচ্চভূমি
মহাদেব পর্বত
➤ সোমনদী ও মন্দাকিনি নদীর সঙ্গমস্থলের নাম কি ?
প্রয়াগ রাজ
সোম প্রয়াগ
কেশব প্রয়াগ
সূর্য প্রয়াগ
➤ হলুদ ও নীল রঙ একত্রে মিশ্রিত করলে কোন বর্ণ পাওয়া যায় ?
সাদা
কালো
লাল
সবুজ
➤ নিচের কোন অঙ্গানুটি ছাড়া কোন কোষ বাঁচাতে পারে না ?
প্লাসটিড
নিউক্লিয়াস
রাইবোজোম
ডেপমোজোম
➤ ম্যাঙ্গালিন সর্বাধিক সঞ্চিত আছে কোন রাজ্যে ?
ওড়িশা
মধ্যপ্রদেশ
ছত্রিশগড়
ঝাড়খণ্ড
➤ রাঙ্গানদী জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
মিজোরাম
মহারাষ্ট্র
মণিপুর
অরুনাচল প্রদেশ
➤ বঙ্গভঙ্গ আদেশ জারী করেন কে ?
লর্ড মিয়োঁ
লর্ড লিটন
লর্ড কার্জন
লর্ড মিন্টো
➤ প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পায় ?
রাহুল দ্রাবিড়
মিলখা সিং
গোষ্ঠ পাল
বিশ্বনাথ আনন্দ
সম্পূর্ণ প্র্যাকটিস সেটটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া
File Details:
PDF Name : WBP Constable Preliminary Practice Set 09
Language : Bengali
Size : 0.9 mb
No. of Pages : 06
Download Link : Click Here To Download
More PDF | Download Link |
---|---|
WBP Practice Set 08 | Click Here |
WBP 5 Years Question Papers | Click Here |
No comments:
Post a Comment