Breaking



Wednesday 6 October 2021

বিভিন্ন দেশের উপনাম PDF | Nickname of Countries

বিভিন্ন দেশের উপনাম PDF | Nickname of Countries

বিভিন্ন দেশের উপনাম PDF | Nickname of Countries
বিভিন্ন দেশের উপনাম PDF | Nickname of Countries
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
বিভিন্ন দেশের ভৌগোলিক উপনাম | বিভিন্ন দেশ ও তাদের উপনাম ভূগোল বিষয়ের এই টপিকটি থেকে চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, আর তাই আজকের পোস্টে বিভিন্ন দেশের উপনাম PDF টি শেয়ার করলাম।

যার মধ্যে পৃথিবীর বিভিন্ন উল্লেখযোগ্য দেশ ও সেই দেশের উপনাম এর একটি সুন্দর তালিকা দেওয়া আছে। সুতরাং তালিকাটি দেখে নাও ও পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

বিভিন্ন দেশের উপনাম

উপনাম দেশ
সোনালী পশমের দেশ অস্ট্রেলিয়া
ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়া
বজ্রপাতের দেশ ভুটান
থান্ডার ড্রাগনের দেশ ভুটান
প্রাচ্যের মুক্ত শ্রীলঙ্কা
সূর্যোদয়ের দেশ জাপান
ভূমিকম্পের দেশ জাপান
সোনালী প্যাগোডার দেশ মায়ানমার
সহস্র হ্রদের দেশ ফিনল্যান্ড
কেকের দেশ স্কটল্যান্ড
শ্বেত হস্তীর দেশ থাইল্যান্ড
হাসির দেশ থাইল্যান্ড
বায়ুকলের দেশ নেদারল্যান্ড
নিশীথ সূর্যের দেশ নরওয়ে
কিউইদের দেশ নিউজিল্যান্ড
দক্ষিণের গ্রেট ব্রিটেন নিউজিল্যান্ড
সোনালী পুষ্পের দেশ জাপান
ভাটির দেশ বাংলাদেশ
সোনালী আঁশের দেশ বাংলাদেশ
ইউরোপের ককপিট বেলজিয়াম
রামধনুর দেশ দক্ষিণ আফ্রিকা
পৃথিবীর চিনির পাত্র কিউবা
মুক্তার দেশ কিউবা
বহিরাগতদের দেশ আমেরিকা
কফির পাত্র ব্রাজিল
ক্ষুদ্র ভেনিস ভেনেজুয়েলা
নীলনদের দান মিশর
পিরামিডের দেশ মিশর
ইউরোপের শাশুড়ি ডেনমার্ক
পৃথিবীর গুদাম ঘর মেক্সিকো
ইউরোপের বুট ইতালি
মার্বেলের দেশ ইতালি
ইউরোপের রুগ্ন মানুষ তুরস্ক
পশু পালনের দেশ তুর্কিস্তান
ম্যাপল পাতার দেশ কানাডা
লিলি ফুলের দেশ কানাডা
শান্ত সকালের দেশ কোরিয়া
পান্নার দ্বীপ আয়ারল্যান্ড
পবিত্র ভূমি প্যালেস্টাইন
আগুনের দ্বীপ আইসল্যান্ড
বসন্তের দ্বীপ জামাইকা
নীল আকাশের দেশ মঙ্গোলিয়া

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Nickname of Countries
Language : Bengali
Size : 0.3 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download


■ প্রশ্নোত্তরে বিভিন্ন দেশের উপনামঃ

প্রশ্নঃ সোনালী পশমের দেশ কাকে বলা হয় ?
উত্তরঃ অস্ট্রেলিয়াকে।

প্রশ্নঃ ক্যাঙ্গারুর দেশ কাকে বলে ?
উত্তরঃ অস্ট্রেলিয়াকে।

প্রশ্নঃ বজ্রপাতের দেশ কাকে বলা হয় ?
উত্তরঃ ভুটানকে।

প্রশ্নঃ থান্ডার ড্রাগনের দেশ কাকে বলা হয় ?
উত্তরঃ ভুটানকে।

প্রশ্নঃ প্রাচ্যের মুক্ত কোন দেশকে বলা হয় ?
উত্তরঃ শ্রীলঙ্কাকে।

প্রশ্নঃ সূর্যোদয়ের দেশ কাকে বলা হয় ?
উত্তরঃ জাপানকে।

প্রশ্নঃ ভূমিকম্পের দেশ কাকে বলা হয় ?
উত্তরঃ জাপানকে।

প্রশ্নঃ সোনালী প্যাগোডার দেশ কাকে বলা হয় ?
উত্তরঃ মায়ানমারকে।

প্রশ্নঃ সহস্র হ্রদের দেশ কাকে বলা হয় ?
উত্তরঃ ফিনল্যান্ডকে।

প্রশ্নঃ কেকের দেশ কাকে বলা হয় ?
উত্তরঃ স্কটল্যান্ডকে।

প্রশ্নঃ শ্বেত হস্তীর দেশ কাকে বলা হয় ?
উত্তরঃ থাইল্যান্ডকে।

প্রশ্নঃ হাসির দেশ কাকে বলা হয় ?
উত্তরঃ থাইল্যান্ডকে।

প্রশ্নঃ বায়ুকলের দেশ কাকে বলা হয় ?
উত্তরঃ নেদারল্যান্ডকে।

প্রশ্নঃ নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয় ?
উত্তরঃ নরওয়েকে।

প্রশ্নঃ কিউইদের দেশ কাকে বলা হয় ?
উত্তরঃ নিউজিল্যান্ডকে।

প্রশ্নঃ দক্ষিণের গ্রেট ব্রিটেন কোন দেশকে বলা হয় ?
উত্তরঃ নিউজিল্যান্ডকে।

প্রশ্নঃ সোনালী পুষ্পের দেশ কাকে বলা হয় ?
উত্তরঃ জাপানকে।

প্রশ্নঃ ভাটির দেশ কাকে বলা হয় ?
উত্তরঃ বাংলাদেশকে।

প্রশ্নঃ সোনালী আঁশের দেশ কাকে বলা হয় ?
উত্তরঃ বাংলাদেশকে।

প্রশ্নঃ ইউরোপের ককপিট কোন দেশকে বলা হয় ?
উত্তরঃ বেলজিয়ামকে।

প্রশ্নঃ রামধনুর দেশ কাকে বলা হয় ?
উত্তরঃ দক্ষিণ আফ্রিকাকে।

প্রশ্নঃ পৃথিবীর চিনির পাত্র কোন দেশকে বলা হয় ?
উত্তরঃ কিউবাকে।

প্রশ্নঃ মুক্তার দেশ কাকে বলা হয় ?
উত্তরঃ কিউবাকে।

প্রশ্নঃ বহিরাগতদের দেশ কাকে বলা হয় ?
উত্তরঃ আমেরিকাকে।

প্রশ্নঃ কফির পাত্র কোন দেশকে বলা হয় ?
উত্তরঃ ব্রাজিলকে।

প্রশ্নঃ ক্ষুদ্র ভেনিস কোন দেশকে বলা হয় ?
উত্তরঃ ভেনেজুয়েলাকে।

প্রশ্নঃ নীলনদের দান কোন দেশকে বলা হয় ?
উত্তরঃ মিশরকে।

প্রশ্নঃ পিরামিডের দেশ কাকে বলা হয় ?
উত্তরঃ মিশরকে।

প্রশ্নঃ ইউরোপের শাশুড়ি কোন দেশকে বলা হয় ?
উত্তরঃ ডেনমার্ককে।

প্রশ্নঃ পৃথিবীর গুদাম ঘর কোন দেশকে বলা হয় ?
উত্তরঃ মেক্সিকোকে।
প্রশ্নঃ ইউরোপের বুট কোন দেশকে বলা হয় ?
উত্তরঃ ইতালিকে।

প্রশ্নঃ মার্বেলের দেশ কাকে বলা হয় ?
উত্তরঃ ইতালিকে।

প্রশ্নঃ ইউরোপের রুগ্ন মানুষ কোন দেশকে বলা হয় ?
উত্তরঃ তুরস্ককে।

প্রশ্নঃ পশু পালনের দেশ কাকে বলা হয় ?
উত্তরঃ তুর্কিস্তানকে।

প্রশ্নঃ ম্যাপল পাতার দেশ কাকে বলা হয় ?
উত্তরঃ কানাডাকে।

প্রশ্নঃ লিলি ফুলের দেশ কাকে বলা হয় ?
উত্তরঃ কানাডাকে।

প্রশ্নঃ শান্ত সকালের দেশ কাকে বলা হয় ?
উত্তরঃ কোরিয়াকে।

প্রশ্নঃ পান্নার দ্বীপ কোন দেশকে বলা হয় ?
উত্তরঃ আয়ারল্যান্ডকে।

প্রশ্নঃ পবিত্র ভূমি কোন দেশকে বলা হয় ?
উত্তরঃ প্যালেস্টাইনকে।

প্রশ্নঃ আগুনের দ্বীপ কাকে বলা হয় ?
উত্তরঃ আইসল্যান্ডকে।
প্রশ্নঃ বসন্তের দ্বীপ কাকে বলা হয় ?
উত্তরঃ জামাইকাকে।
প্রশ্নঃ নীল আকাশের দেশ কাকে বলা হয় ?
উত্তরঃ মঙ্গোলিয়াকে।

No comments:

Post a Comment