অঙ্কে ব্যবহৃত চিহ্ন ও তার অর্থ PDF | Common Mathematical Symbols
![]()  | 
| অঙ্কে ব্যবহৃত চিহ্ন ও তার অর্থ PDF | 
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে অঙ্কে ব্যবহৃত চিহ্ন ও তার অর্থ PDF টি শেয়ার করলাম, যার মধ্যে অঙ্কে ব্যবহৃত কয়েকটি চিহ্ন ও তাদের অর্থের একটি সুন্দর তালিকা দেওয়া আছে।
সুতরাং দেরী না করে তালিকাটি দেখে নাও ও নীচ থেকে পিডিএফ  ফাইলটি সংগ্রহ করে নাও।
অঙ্কে ব্যবহৃত চিহ্ন ও তার অর্থ
| চিহ্ন | ব্যবহৃত অর্থ | 
|---|---|
| = | সমান | 
| ≡ | মিল | 
| > | বৃহত্তর | 
| < | নিম্নতম | 
| ⊂ | সাবসেট | 
| △ | ত্রিভুজ | 
| ∠ | কোণ | 
| ∴ | অতএব | 
| ∵ | যেহেতু বা কারণ বা যেমন | 
| α, β, γ | আলফা, বিটা, গামা | 
| π | পাই | 
| Σ | সর্বমোট বা সিগমা | 
| | | | সমান্তরাল লাইন | 
| √ | বর্গমূল | 
| I | পূর্ণ বা অখণ্ড সংখ্যার সেট | 
| Q | যুক্তি সিদ্ধ সংখ্যার সেট | 
| R | আসল সংখ্যার সেট | 
| S | ত্রিভুজের অর্ধ পরিসীমা | 
| N | স্বাভাবিক সংখ্যার সেট | 
তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : অঙ্কে ব্যবহৃত বিভিন্ন চিহ্ন ও তার অর্থ
Language : Bengali
Size : 0.2 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download

No comments:
Post a Comment