Breaking







Sunday, 20 April 2025

একনজরে সৌরজগৎ PDF | সৌরজগৎ সম্পর্কিত প্রশ্ন উত্তর

একনজরে সৌরজগৎ PDF | সৌরজগৎ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF | Solar System GK in Bengali

একনজরে সৌরজগৎ | সৌরজগৎ সম্পর্কিত প্রশ্ন উত্তর
সৌরজগৎ সম্পর্কিত প্রশ্ন উত্তর
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে সৌরজগৎ প্রশ্ন উত্তর PDF টি শেয়ার করলাম। যেটিতে সৌরজগৎ সম্পর্কিত গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলি তোমাদের আগত বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

একনজরে সৌরজগৎ

০১. সৌরজগৎ কে আবিষ্কার করেন?
উত্তরঃ কোপার্নিকাস।

০২. সূর্যের ব্যাস কত কিলোমিটার?
উত্তরঃ প্রায় ১৩ লক্ষ ৯২ হাজার কিলোমিটার।

০৩. সূর্যের বয়স কত?
উত্তরঃ আনুমানিক ৪.৬ বিলিয়ন বছর।

০৪. সূর্য পৃষ্ঠের তাপমাত্রা কত?
উত্তরঃ ৫৭৭৮ ডিগ্রি কেলভিন।

০৫. পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?
উত্তরঃ প্রায় ১৫ কোটি কিলোমিটার। 

০৬. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে?
উত্তরঃ ৮ মিনিট ৩২ সেকেন্ড।

০৭. সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে?
উত্তরঃ ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড।

০৮. পৃথিবীর ব্যাসার্ধ কত?
উত্তরঃ ৬৩৭১ কিলোমিটার।

০৯. চাঁদের ব্যাস কত?
উত্তরঃ ৩৪৭৪.৮ কিলোমিটার।

১০. পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত?
উত্তরঃ ৩,৮৪,০০০ কিলোমিটার।

১১. পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের কত সময় লাগে?
উত্তরঃ ২৭ দিন ৮ ঘণ্টা। 

১২. বর্তমানে সৌরজগতের গ্রহ কয়টি?
উত্তরঃ ৮টি।

১৩. অন্তঃস্থ গ্রহ কাদের বলা হয়?
উত্তরঃ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল।

১৪. বহিঃস্থ গ্রহ কাদের বলা হয়?
উত্তরঃ বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। 

১৫. সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কোনটি?
উত্তরঃ গ্যানিমেড।

১৬. গ্যানিমেড কোন গ্রহের উপগ্রহ?
উত্তরঃ বৃহস্পতি।

১৭. সৌরজগতের ক্ষুদ্রতম উপগ্রহ কোনটি?
উত্তরঃ ডিমোস।

১৮. ডিমোস কোন গ্রহের উপগ্রহ?
উত্তরঃ মঙ্গল।

১৯. সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?
উত্তরঃ বৃহস্পতি।

২০. সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটি?
উত্তরঃ শনি।

২১. সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি?
উত্তরঃ বুধ।

২২. সূর্যের নিকটতম গ্রহ কোনটি?
উত্তরঃ বুধ। 

২৩. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
উত্তরঃ শুক্র।

২৪. সূর্যের সবচেয়ে দূরবর্তী গ্রহ কোনটি?
উত্তরঃ প্লুটো (বামন গ্রহ)।

২৫. সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কি?
উত্তরঃ পক্সিমা।

২৬. সৌরজগতের সর্বাপেক্ষা দ্রুততম গ্রহ কোনটি?
উত্তরঃ বুধ।

২৭. সৌরজগতের কোন কোন গ্রহের উপগ্রহ নেই?
উত্তরঃ বুধ ও শুক্র।

২৮. সৌরজগতের কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ আছে?
উত্তরঃ শনি।

২৯. শুকতারা বা সন্ধ্যাতারা নামে কোন গ্রহ পরিচিত?
উত্তরঃ শুক্র।

৩০. সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি?
উত্তরঃ শুক্র।

৩১. সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি?
উত্তরঃ শুক্র।

৩২. সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি?
উত্তরঃ ইউরেনাস।

৩৩. সৌরজগতের কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়?
উত্তরঃ মঙ্গল।

৩৪. কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়?
উত্তরঃ পৃথিবী।

৩৫. কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয়?
উত্তরঃ ইউরেনাস।

৩৬. পৃথিবীর যমজ গ্রহ কোনটি?
উত্তরঃ শুক্র।

৩৭. সৌরজগতের সব থেকে ভারী গ্রহ কোনটি?
উত্তরঃ বৃহস্পতি।

৩৮. কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়?
উত্তরঃ ৭৬ বছর।

৩৯. মহাবিষুব কত তারিখে হয়?
উত্তরঃ ২১শে মার্চ।

৪০. জলবিষুব কত তারিখে হয়?
উত্তরঃ ২৩শে সেপ্টেম্বর।

৪১. কোন গ্রহে আবহমণ্ডল দেখা যায় না?
উত্তরঃ বুধ।

৪২. শনির বৃহত্তম উপগ্রহের নাম কি?
উত্তরঃ টাইটান।

৪৩. অপসূর অবস্থান কাকে বলে?
উত্তরঃ যে সময় সূর্য ও পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, তাকে অপসূর অবস্থান বলে।

৪৪. অনুসূর অবস্থান কাকে বলে?
উত্তরঃ যে সময় সূর্য ও পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, তাকে অনুসূর অবস্থান বলে।

৪৫. অপসূর অবস্থান হয় কোন তারিখে?
উত্তরঃ ৪ঠা জুলাই।

৪৬. অনুসূর অবস্থান হয় কোন তারিখে?
উত্তরঃ ৩রা জানুয়ারি।

৪৭. সূর্য কোন ছায়াপথের অন্তর্গত?
উত্তরঃ আকাশ গঙ্গা।

৪৮. পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি?
উত্তরঃ চাঁদ।

৪৯. সৌরজগতের কোন গ্রহের ঘনত্ব সর্বোচ্চ?
উত্তরঃ পৃথিবী।

৫০. সৌরজগতের কম ঘনত্ব সম্পন্ন গ্রহ কোনটি?
উত্তরঃ শনি।

প্রশ্নোত্তরগুলির পিডিএফ লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Solar System GK
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download

2 comments:

  1. Question no 28 এর উত্তর বৃহস্পতি হবে যার 67 উপগ্রহ আছে।
    শনি গ্রহের উপগ্রহ আছে 62

    ReplyDelete
    Replies
    1. বর্তমানে শনির গ্রহের মোট উপগ্রহের সংখ্যা ১৪৫টি।

      Delete