Breaking



Monday 20 September 2021

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-170

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-170

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-170
জিকে প্রশ্নোত্তর | GK Album Part-170
কলম ✏  
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -

GK Album Part-170

 ভিনিগার কিসের জলীয় দ্রবণ ?
উত্তরঃ অ্যাসিটিক অ্যাসিড। 

 হরপ্পা সভ্যতার আবিষ্কারক কে ?
উত্তরঃ দয়ারাম সাহানি। 

 আলিগড় আন্দোলন কে শুরু করেছিলেন ?
উত্তরঃ স্যার সৈয়দ আহমেদ। 

 কুষাণরা কোন জাতির অংশ ?
উত্তরঃ ইউ-চি। 

 ধানগাছের ক্রোমোজম সংখ্যা কত ?
উত্তরঃ ২৪টি। 

 পোলিও রোগের টিকা কে আবিষ্কার করেন ?
উত্তরঃ জোনাস এডওয়ার্ড সল্ক। 

 ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট ?
উত্তরঃ কলকাতা হাইকোর্ট। 

 স্বপনবুড়ো কার ছদ্মনাম ?
উত্তরঃ অখিল নিয়োগী। 

 সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ জ্যোতিবা ফুলে। 

 জ্যাব কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ বক্সিং।

আগের পর্বঃ

No comments:

Post a Comment