জিকে প্রশ্নোত্তর | GK Album Part-169
![]() |
জিকে প্রশ্নোত্তর | GK Album Part-169 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -
GK Album Part-169
■ তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ কর্ণাটক।
■ URL এর পুরো নাম কি ?
উত্তরঃ Uniform Resource Locator।
■ কে শকারি উপাধি গ্রহণ করেন ?
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
■ কফিতে কোন উপাদান থাকে ?
উত্তরঃ ক্যাফেইন।
■ ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয় ?
উত্তরঃ বোম্বাই।
■ কোন মেঘকে বজ্রমেঘ (Thunder Cloud) বলে ?
উত্তরঃ কিউমুলোনিম্বাস।
■ ব্যাঘ্র প্রকল্প ভারতে কবে শুরু হয় ?
উত্তরঃ ১৯৭৩ সালে।
■ রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ?
উত্তরঃ সেতার।
■ ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয় ?
উত্তরঃ অরুণাচল প্রদেশ।
■ সৌরকোষ নির্মাণে কোন মৌলটি ব্যবহৃত হয় ?
উত্তরঃ সিলিকন।
আগের পর্বঃ
No comments:
Post a Comment