জিকে প্রশ্নোত্তর | GK Album Part-167
![]() |
জিকে প্রশ্নোত্তর | GK Album Part-167 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -
GK Album Part-167
■ গ্যাসোলিন ব্যবহৃত হয় -
উত্তরঃ মোটর গাড়ির জ্বালানিতে।
■ চারমিনার কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ তেলেঙ্গানা।
■ ডলোমাইট কিসের আকরিক ?
উত্তরঃ ম্যাগনেসিয়াম।
■ শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন ?
উত্তরঃ হর্ষবর্ধন।
■ মানবদেহের সবচেয়ে ছোট অস্থির নাম কি ?
উত্তরঃ স্টেপিস।
■ ফারাক্কা ব্যারেজ কোন নদীতে অবস্থিত ?
উত্তরঃ গঙ্গা।
■ মর্লে মিন্টো সংস্কার আইন কবে হয়েছিল ?
উত্তরঃ ১৯০৯ সালে।
■ নামদফা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ অরুণাচল প্রদেশ।
■ মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কি ?
উত্তরঃ যকৃত।
■ কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৮৫৭ সালে।
আগের পর্বঃ
No comments:
Post a Comment