জিকে প্রশ্নোত্তর | GK Album Part-166
![]() |
জিকে প্রশ্নোত্তর | GK Album Part-166 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -
GK Album Part-166
■ অয়েল অব ভিট্রিয়ল কাকে বলে ?
উত্তরঃ সালফিউরিক অ্যাসিড।
■ পেরিয়ার অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ কেরালা।
■ নর্মদা নদীর উৎপত্তি কোন পর্বত থেকে ?
উত্তরঃ অমরকন্টক।
■ কত তারিখে বিশ্ব জলদিবস পালিত হয় ?
উত্তরঃ ২২শে মার্চ।
■ সাইলেন্ট ভ্যালি দেখা যায় কোন রাজ্যে ?
উত্তরঃ কেরালা।
■ কোলেরু হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ।
■ কালপুরুষ কার ছদ্মনাম ?
উত্তরঃ সুবোধ ঘোষ।
■ নীলনদ কোন সাগরে পতিত হয়েছে ?
উত্তরঃ ভূমধ্যসাগরে।
■ বাংলার অক্সফোর্ড নামে কোন শহরটি পরিচিত ?
উত্তরঃ নবদ্বীপ।
■ রিজার্ভ ব্যাঙ্কের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ?
উত্তরঃ মুম্বাইয়ে।
আগের পর্বঃ
No comments:
Post a Comment