জিকে প্রশ্নোত্তর | GK Album Part-165
![]() |
জিকে প্রশ্নোত্তর | GK Album Part-165 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -
GK Album Part-165
■ কবে জমিদার সমিতি প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৮৩৮ সালে।
■ লুনি নদীর উৎপত্তিস্থল কোথায় ?
উত্তরঃ আনাসাগর হ্রদ।
■ আলোর তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্বের প্রবর্তক কে ?
উত্তরঃ ম্যাক্সওয়েল।
■ জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ২৮শে ফেব্রুয়ারি।
■ গোবর গ্যাসের প্রধান উপাদান কি ?
উত্তরঃ মিথেন।
■ বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ ওয়াশিংটন ডিসি।
■ ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম।
■ এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন ?
উত্তরঃ হরিষেণ।
■ ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ জি. কে. গোখলে।
■ কচ্ছের রণ কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ গুজরাট।
আগের পর্বঃ
Thanks for the pdfs
ReplyDelete