Breaking



Wednesday 8 September 2021

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-164

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-164

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-164
জিকে প্রশ্নোত্তর | GK Album Part-164
কলম ✏  
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -

GK Album Part-164

 বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উত্তরঃ কর্ণাটক। 

 উৎসবের শহর কাকে বলা হয় ?
উত্তরঃ মাদুরাই। 

 ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যবর্তী সীমানা ?
উত্তরঃ ভারত ও চীন। 

 বীরবল ছদ্মনামে কে পরিচিত ?
উত্তরঃ প্রমথ চৌধুরী। 

 ঘুমার কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ রাজস্থান। 

 কানহা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ মধ্যপ্রদেশ। 

 কবিরাজ উপাধি কে গ্রহণ করেছিলেন ?
উত্তরঃ সমুদ্র গুপ্ত। 

 ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৯১৬ সালে। 

 লালারসে উপস্থিত উৎসেচকের নাম কি ?
উত্তরঃ টায়ালিন। 

 অর্থনীতির জনক কাকে বলা হয় ?
উত্তরঃ অ্যাডাম স্মিথ।

আগের পর্বঃ

No comments:

Post a Comment