পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রীসভা PDF | First Cabinet of West Bengal
![]() |
| পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রীসভা PDF |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে পশ্চিমবঙ্গ জিকের একটি গুরুত্বপূর্ণ টপিক হিসাবে পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রীসভা PDF টি শেয়ার করলাম। যার মধ্যে বিভিন্ন মন্ত্রিত্ব ও মন্ত্রীদের নামের একটি সুন্দর তালিকা দেওয়া আছে।
সুতরাং সময় অপচয় না করে তালিকাটি দেখে নাও এবং অফলাইনে পড়ার জন্য তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।
পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রীসভা
| মন্ত্রিত্ব | নাম |
|---|---|
| মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও শিক্ষাদপ্তর | ড. প্রফুল্ল ঘোষ |
| বাণিজ্য, শ্রম ও শিক্ষামন্ত্রী | সুরেশচন্দ্র ব্যানার্জি |
| অর্থমন্ত্রী | যাদবেন্দ্রনাথ পাঁজা |
| স্বাস্থ্যমন্ত্রী | বিমলচন্দ্র সিনহা |
| ভূমি ও ভূমিরাজস্ব মন্ত্রী | কালিদাস মুখার্জি |
| কৃষি, বন ও মৎস্য মন্ত্রী | হেমচন্দ্র নস্কর |
| সমবায় ঋণ ও ত্রাণ মন্ত্রী | কমলকৃষ্ণ রায় |
| সেচ, পূর্ত, গৃহনির্মাণ ও জলপথ মন্ত্রী | নিকুঞ্জবিহারী মাইতি |
| অসামরিক সরবরাহ মন্ত্রী | রাধানাথ দাস |
| বিচার ও আইনমন্ত্রী | মোহিনীমোহন বর্মণ |
তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : First Cabinet of West Bengal
Language : Bengali
Size : 0.2 mb
No. of Pages : 01
Download Link : Click Here To Download

No comments:
Post a Comment