জিকে প্রশ্নোত্তর | GK Album Part-162
![]() |
জিকে প্রশ্নোত্তর | GK Album Part-162 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -
GK Album Part-162
■ কোন রাজ্যে সর্বাধিক বন্দর আছে ?
উত্তরঃ মহারাষ্ট্র।
■ রোম শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ টাইবার।
■ বাঘারু চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ দেবেশ রায়।
■ ভারতীয় নৌ দিবস কবে পালন করা হয় ?
উত্তরঃ ৪ঠা ডিসেম্বর।
■ বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি ?
উত্তরঃ মেসোস্ফিয়ার।
■ বায়ু আয়নিত থাকে কোন স্তরে ?
উত্তরঃ থার্মোস্ফিয়ার।
■ কোন রাজ্যকে দেবতাদের বাসভূমি বলা হয় ?
উত্তরঃ উত্তরাখণ্ডকে।
■ ভারতের প্রাচীনতম লিপির নাম কি ?
উত্তরঃ সোহর লিপি।
■ ভূমধ্যসাগরের চাবি কাকে বলে ?
উত্তরঃ জিব্রাল্টর প্রণালীকে।
■ অরবিন্দ ঘোষের গুরু কে ছিলেন ?
উত্তরঃ ঠাকুর সাহেব।
আগের পর্বঃ
No comments:
Post a Comment