Breaking







Friday, 23 August 2024

বিভিন্ন গভর্নর জেনারেলের আমলে ঘটা উল্লেখযোগ্য ঘটনা PDF

বিভিন্ন গভর্নর জেনারেলের আমলে ঘটা উল্লেখযোগ্য ঘটনা PDF

বিভিন্ন গভর্নর জেনারেলের আমলে ঘটা উল্লেখযোগ্য ঘটনা PDF
বিভিন্ন গভর্নর জেনারেলের আমলে ঘটা উল্লেখযোগ্য ঘটনা PDF
কলম 
নমস্কার বন্ধুরা,
ভারতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক কোন গভর্নর জেনারেলের আমলে কি ঘটেছিল বা কি হয়েছিলো এই ধরণের প্রশ্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। আর তাই তোমাদের সুবিধার্থে আজকের পোস্টে বিভিন্ন ব্রিটিশ গভর্নর জেনারেলের আমলে ঘটা উল্লেখযোগ্য ঘটনা তালিকা PDF সহ আলোচনা করলাম।

তালিকাটির মধ্যে ব্রিটিশ গভর্নর জেনারেল ও তাদের আমলে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনাগুলি সুন্দরভাবে বর্ণিত আছে। তাই দেরী না করে তালিকাটি খুব ভালো করে দেখে নাও এবং নীচ থেকে তালিকাটির পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নাও সাল সহ দেওয়া আছে।

বিভিন্ন গভর্নর জেনারেলের আমলে ঘটা উল্লেখযোগ্য ঘটনা

গভর্নর জেনারেল ঘটনা
ওয়ারেন হেস্টিংস আমিনী কমিশন
লর্ড কর্ণওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত
লর্ড কর্ণওয়ালিস সিভিল সার্ভিস প্রণয়ন
লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি
লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ
লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ভারতে ইংরেজি শিক্ষার সূচনা
লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি
লর্ড ডালহৌসি ভারতে রেলপথের সূচনা
লর্ড ডালহৌসি টেলিগ্রাফ ও ডাকবিভাগের সূচনা
লর্ড ডালহৌসি সাঁওতাল বিদ্রোহ
লর্ড ডালহৌসি হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন
লর্ড ক্যানিং সিপাহী বিদ্রোহ
লর্ড ক্যানিং মহারাণীর ঘোষণাপত্র
লর্ড লিটন দেশীয় সংবাদপত্র আইন
লর্ড রিপন ফ্যাক্টরি আইন
লর্ড রিপন দেশীয় সংবাদপত্র আইন বাতিল
লর্ড রিপন স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার সুত্রপাত
লর্ড ডাফরিন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা
লর্ড কার্জন বঙ্গভঙ্গ
লর্ড দ্বিতীয় মিন্টো ঢাকাতে মুসলিম লীগ প্রতিষ্ঠা
লর্ড দ্বিতীয় মিন্টো কংগ্রেসে ভাঙন
লর্ড দ্বিতীয় মিন্টো মর্লে-মিন্টো সংস্কার
লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ রদ
লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তর
লর্ড চেমসফোর্ড রাওলাট আইন
লর্ড চেমসফোর্ড জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড
লর্ড চেমসফোর্ড খিলাফত আন্দোলন
লর্ড চেমসফোর্ড অসহযোগ আন্দোলন
লর্ড আরউইন সাইমন কমিশন
লর্ড আরউইন পূর্ণ স্বরাজের দাবী
লর্ড আরউইন প্রথম গোল টেবিল বৈঠক
লর্ড আরউইন গান্ধী-আরউইন চুক্তি
লর্ড ওয়েলিংটন দ্বিতীয় গোল টেবিল বৈঠক
লর্ড ওয়েলিংটন পুণা চুক্তি
লর্ড ওয়েলিংটন ভারত শাসন আইন
লর্ড লিনলিথগো ফরওয়ার্ড ব্লক গঠন
লর্ড লিনলিথগো ক্রিপস মিশন
লর্ড লিনলিথগো ভারত ছাড়ো আন্দোলন
লর্ড ওয়াভেল নৌ বিদ্রোহ
লর্ড ওয়াভেল ক্যাবিনেট মিশন
লর্ড মাউন্টব্যাটেন ভারতীয় স্বাধীনতা আইন
লর্ড মাউন্টব্যাটেন ভারত বিভাজন

■ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ 

প্রশ্নঃ কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তিত হয়েছিল ?
উত্তরঃ লর্ড কর্ণওয়ালিস।

প্রশ্নঃ চিরস্থায়ী বন্দোবস্ত কে কবে প্রবর্তন করেন ?
উত্তরঃ লর্ড কর্ণওয়ালিস।

প্রশ্নঃ কোন গভর্নর জেনারেলের আমলে সতীদাহ নিবারণ আইন প্রবর্তিত হয় ?
উত্তরঃ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।

প্রশ্নঃ কোন গভর্নর জেনারেলের আমলে ভারতে রেলপথের সূচনা হয় ?
উত্তরঃ লর্ড ডালহৌসি।

প্রশ্নঃ কোন গভর্নর জেনারেলের আমলে বিধবা বিবাহ আইন প্রণীত হয় ?
উত্তরঃ লর্ড ডালহৌসি।

প্রশ্নঃ দেশীয় সংবাদপত্র আইন কে প্রবর্তন করেন ?
উত্তরঃ লর্ড লিটন।

প্রশ্নঃ দেশীয় সংবাদপত্র আইন কে বাতিল করেন ?
উত্তরঃ লর্ড রিপন।

প্রশ্নঃ কোন গভর্নর জেনারেলের আমলে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তর করা হয় ?
উত্তরঃ লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জ।

File Details:
PDF Name : বিভিন্ন গভর্নর জেনারেল ও তাদের আমলে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment