Breaking



Saturday 11 November 2023

ভারতীয় সংবিধান MCQ PDF | Indian Constitution MCQ in Bengali PDF

ভারতীয় সংবিধান MCQ PDF | Indian Constitution MCQ in Bengali PDF

ভারতীয় সংবিধান MCQ PDF | Indian Constitution MCQ in Bengali PDF
ভারতীয় সংবিধান MCQ PDF
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতীয় সংবিধান MCQ প্রশ্ন উত্তর PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতীয় সংবিধান থেকে গুরুত্বপূর্ণ ৫০টি প্রশ্ন উত্তর দেওয়া আছে। যেগুলি আপনাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

ভারতীয় সংবিধান MCQ

০১. কবে ভারতের সংবিধান গৃহীত হয় ?
১৯৪৭ সালের ১৫ই আগস্ট
১৯৪৭ সালের ২৬শে নভেম্বর
১৯৪৯ সালের ২৬শে নভেম্বর
১৯৫০ সালের ২৬শে জানুয়ারী


০২. ভারতের সংবিধান কবে কার্যকরী হয় ?
১৯৪৭ সালের ১৫ই আগস্ট
১৯৪৭ সালের ২৬শে নভেম্বর
১৯৪৯ সালের ২৬শে নভেম্বর
১৯৫০ সালের ২৬শে জানুয়ারী


০৩. কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয় ?
বি. আর. আম্বেদকর
ডঃ রাজেন্দ্রপ্রসাদ
জওহরলাল নেহেরু
বি. এন. রাউ


০৪. ভারতীয় গণপরিষদ বা সংবিধান গঠিত হয় কবে ?
১৯৪৫ সালে
১৯৪৬ সালে
১৯৪৭ সালে
১৯৪৮ সালে


০৫. গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
জওহরলাল নেহেরু
বি. আর. আম্বেদকর
ডঃ রাজেন্দ্র প্রাসাদ
সচ্চিদানন্দ সিনহা


০৬. ১৯৪৬ সালে গণপরিষদের প্রথম সভায় কে সভাপতিত্ব করেছিলেন ?
জওহরলাল নেহেরু
ডঃ রাজেন্দ্রপ্রসাদ
সচ্চিদানন্দ সিনহা
বি. আর. আম্বেদকর


০৭. কত সালে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে ?
১৯৪৯ সালে
১৯৫০ সালে
১৯৫১ সালে
১৯৫২ সালে


০৮. ভারতের গণপরিষদের কত সময় লেগেছিল ভারতীয় সংবিধান রচনা করতে ?
প্রায় দুই বছর
প্রায় তিন বছর
প্রায় চার বছর
প্রায় পাঁচ বছর


০৯. গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে ?
বোম্বে
লাহোর
কলকাতা
নয়া দিল্লী


১০. সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকার বর্ণিত আছে ?
প্রথম
দ্বিতীয়
তৃতীয়
চতুর্থ


১১. ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল ?
৩০০ জন
৩০৫ জন
৩০৮ জন
৩৮৯ জন


১২. চেয়ারম্যান ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন ?
তিনজন
পাঁচজন
সাতজন
নয়জন


১৩. কত সালে ভারতীয় সংবিধানের খসড়া প্রকাশিত হয়েছিল ?
১৯৪৬ সালে
১৯৪৭ সালে
১৯৪৮ সালে
১৯৫০ সালে


১৪. গণপরিষদের প্রথম কার্যনির্বাহী সভাপতি কে ছিলেন ?
ডঃ রাজেন্দ্রপ্রসাদ
বি. আর. আম্বেদকর
সচ্চিদানন্দ সিনহা
জওহরলাল নেহেরু


১৫. ভারতীয় সংবিধানে বর্ণিত একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ?
আমেরিকা
ব্রিটেন
আয়ারল্যান্ড
ফ্রান্স


১৬. মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
আমেরিকা
ব্রিটেন
রাশিয়া
কানাডা


১৭. নিম্নলিখিত কোন দেশটির কোন লিখিত সংবিধান নেই ?
মার্কিন যুক্তরাষ্ট্র
ইংল্যান্ড
রাশিয়া
জার্মানি


১৮. কত সালে মিজোরাম রাজ্যস্তরে উন্নীত হয় ?
১৯৮৩ সালে
১৯৮৪ সালে
১৯৮৫ সালে
১৯৮৬ সালে


১৯. সিকিম সহযোগী রাজ্য মর্যাদা পায় সংবিধানের কোন সংশোধনে ?
১৯৬৯ সালের (২২তম)
১৯৭৪ সালের (৩৫তম)
১৯৭৪ সালের (৪২তম)
১৯৭৫ সালের (৩৬তম)


২০. হিমাচল প্রদেশ পূর্নাঙ্গ রাজ্য হিসাবে উন্নীত হয় কবে ?
১৯৭০ সালে
১৯৭৫ সালে
১৯৭৮ সালে
১৯৮৭ সালে


২১. ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীকে নূন্যতম কত বছর বয়স হতে হবে ?
১৮ বছর
২১ বছর
২৫ বছর
৩৫ বছর


২২. গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয় ?
১৯৪৬ সালের ৯ ডিসেম্বর
১৯৫০ সালের ২৪শে জানুয়ারী
১৯৫০ সালের ২৬শে জানুয়ারী
১৯৪৯ সালের ২৬শে নভেম্বর


২৩. গণপরিষদের সর্বশেষ অধিবেশন হয় কবে ?
১৯৪৭ সালের ২৪শে জানুয়ারী
১৯৪৮ সালের ২৪শে জানুয়ারী
১৯৪৯ সালের ২৪শে জানুয়ারী
১৯৫০ সালের ২৪শে জানুয়ারী


২৪. সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল নিম্নের কোনটি ছিল ?
১৯৭০–৭৫
১৯৭৫-৮০
১৯৮০-৮৫
১৯৮৫-৯০


২৫. প্রথম রাজ্যসভা কবে গঠিত হয় ?
জানুয়ারি ১৯৫২
ফেব্রুয়ারি ১৯৫২
মার্চ ১৯৫২
এপ্রিল ১৯৫২


২৬. সংবিধানের দশম তপসিলে নিম্নের কোন বিষয়টি উল্লেখ করা আছে ?
ভাষা
ভূমি সংস্কার
দলত্যাগ বিরোধী আইন
রাজ্যসভার আসন বণ্টন


২৭. নগরপালিকা আইন সংবিধানের কোন তপসিলের অন্তর্গত বিষয় ?
নবম
দশম
একাদশ
দ্বাদশ


২৮. “সংবিধান হল সেই সব আইন ও প্রথার সমষ্টি, যেগুলি রাষ্ট্রের জীবনকে নিয়ন্ত্রণ করে” – এ বলেছেন ?
অস্টিন র‍্যানি
লর্ড ব্রাইস
গ্রেনভিল অস্টিন
ডঃ রাধাকৃষ্ণণ


২৯. গণপরিষদে মুসলমানদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত ছিল ?
৭৩ টি
৭৬ টি
৭৮ টি
৭৯ টি


৩০. “সংবিধান পরিবর্তনের জন্য আইনসভার দু-তৃতীয়াংশ সদস্যের সম্মতিই যথেষ্ট” – কার মত ?
গার্নারের
ডাইসির
লাওয়েলের
ল্যাস্কির


৩১. ভারতীয় সংবিধান কটি অংশে বিভক্ত ?
১২ টি
২২ টি
২৪ টি
২৬ টি


৩২. বর্তমানে সংবিধানে কটি স্বীকৃত ভাষা হয়েছে ?
১৪ টি
১৬ টি
১৮ টি
২২ টি


৩৩. সংবিধানের কোন অংশে নির্দেশমূলক নীতিগুলির উল্লেখ আছে ?
দ্বিতীয়
তৃতীয়
চতুর্থ
পঞ্চম


৩৪. ভারতে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কটি ?
৪ টি
৫ টি
৬ টি
৮ টি


৩৫. মৌলিক অধিকারের তালিকা থেকে নিম্নের কোনটি বাদ দেওয়া হয়েছে ?
মতামত প্রকাশের অধিকার
চাকরির অধিকার
বসবাসের অধিকার
ব্যক্তিগত সম্পত্তির অধিকার


৩৬. ভারত সরকারের যাবতীয় ক্ষমতার উৎস কোনটি ?
সরকার
জনগণ
সংবিধান
আইনসভা


৩৭. কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত কমিটি ও সংবিধান কমিটির সভাপতি কে ছিলেন ?
ডঃ রাজেন্দ্র প্রসাদ
জওহরলাল নেহেরু
বল্লভভাই প্যাটেল
রাধাকৃষ্ণণ


৩৮. রাজ্য সংবিধান সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিলেন ?
ডঃ রাজেন্দ্র প্রসাদ
জওহরলাল নেহেরু
বল্লভভাই প্যাটেল
রাধাকৃষ্ণণ


৩৯. সংবিধান ব্যাখ্যার দায়িত্ব থাকে কার ওপর ?
সুপ্রিমকোর্ট
হাইকোর্ট
লোকসভা
রাজ্যসভা


৪০. ভারতের সংবিধানের খসড়া রচনায় কত দিন সময় লেগেছিল ?
১১০ দিন
১১১ দিন
১১৩ দিন
১১৪ দিন


৪১. ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটির সংযুক্তি ঘটে কত খ্রিস্টাব্দে ?
১৯৪৯ সালে
১৯৫০ সালে
১৯৭৬ সালে
১৯৭৮ সালে


৪২. দেশ বিভাগের ফলে গণপরিষদে মুসলিম লিগের সদস্য সংখ্যা কত ছিল ?
২৪ জন
২৬ জন
২৮ জন
৩০ জন


৪৩. বর্তমানে ভারতের সংবিধানে ভোটাধিকারের নূন্যতম বয়স কত ?
১৮ বছর
২১ বছর
২৫ বছর
নির্দিষ্ট কোন বয়স সীমা নেই


৪৪. গণপরিষদের প্রথম অধিবেশনের অস্থায়ী সভাপতি কে ছিলেন ?
বি. আর. আম্বেদকর
হরেন্দ্রকুমার মুখোপাধ্যায়
সচ্চিদানন্দ সিনহা
আবুল কালাম আজাদ


৪৫. বর্তমানে ভারতের সংবিধানে তপসিলের সংখ্যা কটি ?
১১ টি
১২ টি
১৩ টি
১৪ টি


৪৬. সংবিধান সভার নির্বাচনে কংগ্রেস কত শতাংশ আসন লাভ করে ?
৬০
৭০
৮০
৯০


৪৭. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
রাজা গোপালাচারি
জওহরলাল নেহেরু
ওয়ারেন হেস্টিংস
লর্ড মাউন্টব্যাটেন


৪৮. ভারত ভাগের পর সংবিধান সভার সদস্য সংখ্যা কত হয় ?
৩০৬ জন
৩০৮ জন
৩১০ জন
৩১২ জন


৪৯. গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায় ?
চেন্নাইতে
দিল্লীতে
মুম্বাইতে
বেঙ্গালুরুতে


৫০. ভারতের জাতীয় পতাকার পরিকল্পনা স্থির করা হয় গণপরিষদের কোন অধিবেশনে ?
প্রথম
দ্বিতীয়
তৃতীয়
চতুর্থ



প্রশ্নোত্তরগুলির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : 50 Indian Constitution MCQ
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 05
Download Link : Click Here To Download


2 comments:

  1. Sir sob gk boi er link ek sathe pin kore din sob ekjaigai jano pawan jai

    ReplyDelete
  2. Sir PDF download ho6ena, Jodi bole den khub valo hai.

    ReplyDelete