জিকে প্রশ্নোত্তর | GK Album Part-152
![]() |
জিকে প্রশ্নোত্তর | GK Album Part-152 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -
GK Album Part-152
■ ১৮৫৭ সালের মহাবিদ্রোহের পতাকা প্রথম উত্তোলন করেন কে ?
উত্তরঃ মঙ্গল পাণ্ডে।
■ জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ?
উত্তরঃ লর্ড ডাফরিন।
■ তেজস্ক্রিয়তার এস আই একক কি ?
উত্তরঃ বেকারেল।
■ কার্বলিক এসিডের অপর নাম কি ?
উত্তরঃ ফেনল।
■ ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কত সালে গড়ে ওঠে ?
উত্তরঃ ১৮৯৮ সালে।
■ ঋগ্বেদে কতগুলি স্ত্রোত আছে ?
উত্তরঃ ১০২৮ টি।
■ পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় ?
উত্তরঃ ১৫ই মার্চ ১৯৫০।
■ GST দিবস কবে পালন করা হয় ?
উত্তরঃ ১লা জুলাই।
■ অস্ত্র আইন কে চালু করেন ?
উত্তরঃ লর্ড লিটন।
■ তক্ষশীলা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ?
উত্তরঃ পাকিস্তান।
আগের পর্বঃ
No comments:
Post a Comment