জিকে প্রশ্ন ও উত্তর | GK Album Part-151
![]() |
জিকে প্রশ্ন ও উত্তর | GK Album Part-151 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -
GK Album Part-151
■ আন্তর্জাতিক যুব দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ১২ই আগস্ট।
■ ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা কাকে বলা হয় ?
উত্তরঃ রাজা রামমোহন রায়।
■ জীববিদ্যার নিউটন কাকে বলে ?
উত্তরঃ ডারউইন।
■ ফ্যারাডে কিসের একক ?
উত্তরঃ ধারকত্ব।
■ ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত ?
উত্তরঃ ওড়িশা।
■ কোন ধাতুকে কুইক সিলভার বলা হয় ?
উত্তরঃ পারদ।
■ বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত ?
উত্তরঃ তিরুবনন্তপুরম।
■ নন্দাদেবী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ উত্তরাখণ্ডে।
■ তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত ?
উত্তরঃ ময়ূরাক্ষী।
■ অর্জুন পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয় ?
উত্তরঃ ১৯৬১ সাল।
আগের পর্বঃ
No comments:
Post a Comment