Breaking







Saturday, 14 August 2021

হাইকোর্টের প্রধান বিচারপতি PDF | Chief Justice of All High Courts in India

হাইকোর্টের প্রধান বিচারপতি PDF | Chief Justice of All High Courts in India 2021

হাইকোর্টের প্রধান বিচারপতি PDF | Chief Justice of All High Courts in India
হাইকোর্টের প্রধান বিচারপতি PDF | Chief Justice of All High Courts in India
কলম 
নমস্কার বন্ধুরা,
ভারতের সমস্ত হাইকোর্টের প্রধান বিচারপতির তালিকা এই টপিকটি থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। আর তাই আজ হাইকোর্টের প্রধান বিচারপতি ২০২১ তালিকা PDF সহ শেয়ার করলাম। যার মধ্যে সমস্ত হাইকোর্ট ও তার বর্তমান প্রধান বিচারপতির তালিকা উপস্থাপন করা আছে।

সুতরাং সময় অপচয় না করে তালিকাটি খুব মনোযোগ সহকারে দেখে নাও এবং প্রয়োজনে নীচ থেকে এই তালিকাটির অর্থাৎ হাইকোর্টের প্রধান বিচারপতি PDF টি সংগ্রহ করে নাও।

হাইকোর্টের প্রধান বিচারপতি

হাইকোর্ট প্রধান বিচারপতি
কলকাতা হাইকোর্ট রাজেশ বিন্দাল
বোম্বে হাইকোর্ট দীপঙ্কর দত্ত
মাদ্রাজ হাইকোর্ট সঞ্জীব ব্যানার্জি
এলাহাবাদ হাইকোর্ট মুনিশ্বর নাথ ভান্ডারী
কর্ণাটক হাইকোর্ট অভয় শ্রীনিবাশোকা
পাটনা হাইকোর্ট সঞ্জয় কারল
জম্মু ও কাশ্মীর হাইকোর্ট পঙ্কজ মিথাল
পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট রবি শঙ্কর ঝা
গৌহাটি হাইকোর্ট সুধাংশু ধুলিয়া
ওড়িশা হাইকোর্ট ড. এস. মুরালী ধর
রাজস্থান হাইকোর্ট ইন্দ্রজিৎ মোহান্তি
মধ্যপ্রদেশ হাইকোর্ট মহম্মদ রফিক
কেরল হাইকোর্ট এস. মনি কুমার
গুজরাট হাইকোর্ট বিক্রম নাথ
দিল্লী হাইকোর্ট ধীরুভাই এন. প্যাটেল
হিমাচলপ্রদেশ হাইকোর্ট রবি মালিমাথ
সিকিম হাইকোর্ট জিতেন্দ্র কুমার মহেশ্বরী
ছত্তিশগড় হাইকোর্ট প্রশান্ত কুমার মিশ্র
উত্তরাখণ্ড হাইকোর্ট রাঘবেন্দ্র সিং চৌহান
ঝাড়খণ্ড হাইকোর্ট ড. রবি রঞ্জন
মণিপুর হাইকোর্ট পি. ভি. সঞ্জয় কুমার
মেঘালয় হাইকোর্ট বিশ্বনাথ সমাদ্দার
ত্রিপুরা হাইকোর্ট আকিল আব্দুল হামিদ কুরেশী
অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট অনুপ কুমার গোস্বামী
তেলেঙ্গানা হাইকোর্ট হিমা কোহলি

■ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ 

প্রশ্নঃ বর্তমানে ভারতের হাইকোর্টের সংখ্যা কত ?
উত্তরঃ ২৫টি।

প্রশ্নঃ কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে ?
উত্তরঃ রাজেশ বিন্দাল।

প্রশ্নঃ এলাহাবাদ হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কি ?
উত্তরঃ মুনিশ্বর নাথ ভান্ডারী।

প্রশ্নঃ গৌহাটি হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কি ?
উত্তরঃ সুধাংশু ধুলিয়া।

প্রশ্নঃ তেলেঙ্গানা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কি ?
উত্তরঃ হিমা কোহলি।

File Details:
PDF Name : Chief Justice of All High Courts in India 2021
Last Update : 14th August 2021
Language : Bengali
Size : 0.3 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download

No comments:

Post a Comment