উইম্বলডন চ্যাম্পিয়নশিপ ২০২১ | Wimbledon Championships 2021
![]() |
উইম্বলডন চ্যাম্পিয়নশিপ ২০২১ |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে Wimbledon Championships 2021 Winners List | উইম্বলডন চ্যাম্পিয়নশিপ ২০২১ বিজয়ীদের তালিকা PDF সহ শেয়ার করলাম। যার মধ্যে পুরুষদের সিঙ্গেলস, মহিলাদের সিঙ্গেলস, পুরুষদের ডাবলস, মহিলাদের ডাবলস, মিক্সড ডাবলস প্রভৃতি বিভাগের বিজয়ী ও রানার-আপ দের একটি তালিকা দেওয়া আছে।
সুতরাং দেরী না করে তালিকাটি দেখে নাও এবং অফলাইনে পড়ার জন্য নীচ থেকে তালিকাটির পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নাও।
উইম্বলডন চ্যাম্পিয়নশিপ ২০২১
বিভাগ | বিজয়ী | রানার আপ |
---|---|---|
পুরুষদের সিঙ্গেলস | নোভাক জোকোভিচ (সার্বিয়া) |
ম্যাটিও বের্রেটিনি (ইতালি) |
মহিলাদের সিঙ্গেলস | অ্যাশলে বার্টি (অস্ট্রেলিয়া) |
ক্যারোলিনা প্লিসকোভা (চেক প্রজাতন্ত্র) |
পুরুষদের ডাবলস | নিকোলা মেকটিচ (ক্রোয়েশিয়া) এবং মেট প্যাভিচ (ক্রোয়েশিয়া) |
মার্সেল গ্রানোলার্স (স্পেন) এবং হোরাসিও জেবাল্লোস (আর্জেন্টিনা) |
মহিলাদের ডাবলস | Hsieh Su-wei (তাইওয়ান) এবং এলিস মার্টেনস (বেলজিয়াম) |
ভেরোনিকা কুদেরমেতোভা (রাশিয়া) এবং এলেনা ভেসনিনা (রাশিয়া) |
মিক্সড ডাবলস | নিল স্কুপস্কি (ইউনাইটেড কিংডম) এবং ডিজাইরা ক্রাওকিজিক (আমেরিকা) |
জো স্যালিসবারি (ইউনাইটেড কিংডম) এবং হ্যারিয়েট ডার্ট (ইউনাইটেড কিংডম) |
■ উইম্বলডন চ্যাম্পিয়নশিপঃ উইম্বলডন চ্যাম্পিয়নশিপ বিশ্বের সবচেয়ে প্রাচীন টেনিস প্রতিযোগিতা বিশেষ। অনেকের মতে এটি বিশ্ব টেনিস জগতের সবচেয়ে ধ্রুপদী, মর্যাদাসম্পন্ন ও গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। ১৮৭৭ সাল থেকে এটি যুক্তরাজ্যের লন্ডনের উইম্বলডনের এলাকায় সাংবাৎসরিকভাবে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে।
File Details:
PDF Name : Wimbledon Championships 2021 Winners List
Language : Bengali
Size : 0.2 mb
No. of Pages : 01
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment