Breaking







Thursday, 15 July 2021

উইম্বলডন চ্যাম্পিয়নশিপ ২০২১ | Wimbledon Championships 2021

উইম্বলডন চ্যাম্পিয়নশিপ ২০২১ | Wimbledon Championships 2021

উইম্বলডন চ্যাম্পিয়নশিপ ২০২১ | Wimbledon Championships 2021
উইম্বলডন চ্যাম্পিয়নশিপ ২০২১
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে Wimbledon Championships 2021 Winners List | উইম্বলডন চ্যাম্পিয়নশিপ ২০২১ বিজয়ীদের তালিকা PDF সহ শেয়ার করলাম। যার মধ্যে পুরুষদের সিঙ্গেলস, মহিলাদের সিঙ্গেলস, পুরুষদের ডাবলস, মহিলাদের ডাবলস, মিক্সড ডাবলস প্রভৃতি বিভাগের বিজয়ী ও রানার-আপ দের একটি তালিকা দেওয়া আছে। 

সুতরাং দেরী না করে তালিকাটি দেখে নাও এবং অফলাইনে পড়ার জন্য নীচ থেকে তালিকাটির পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নাও।

উইম্বলডন চ্যাম্পিয়নশিপ ২০২১

বিভাগ বিজয়ী রানার আপ
পুরুষদের সিঙ্গেলস নোভাক জোকোভিচ
(সার্বিয়া)
ম্যাটিও বের্রেটিনি
(ইতালি)
মহিলাদের সিঙ্গেলস অ্যাশলে বার্টি
(অস্ট্রেলিয়া)
ক্যারোলিনা প্লিসকোভা
(চেক প্রজাতন্ত্র)
পুরুষদের ডাবলস নিকোলা মেকটিচ
(ক্রোয়েশিয়া)
এবং
মেট প্যাভিচ
(ক্রোয়েশিয়া)
মার্সেল গ্রানোলার্স
(স্পেন)
এবং
হোরাসিও জেবাল্লোস
(আর্জেন্টিনা)
মহিলাদের ডাবলস Hsieh Su-wei
(তাইওয়ান)
এবং
এলিস মার্টেনস
(বেলজিয়াম)
ভেরোনিকা কুদেরমেতোভা
(রাশিয়া)
এবং
এলেনা ভেসনিনা
(রাশিয়া)
মিক্সড ডাবলস নিল স্কুপস্কি
(ইউনাইটেড কিংডম)
এবং
ডিজাইরা ক্রাওকিজিক
(আমেরিকা)
জো স্যালিসবারি
(ইউনাইটেড কিংডম)
এবং
হ্যারিয়েট ডার্ট
(ইউনাইটেড কিংডম)

■ উইম্বলডন চ্যাম্পিয়নশিপঃ উইম্বলডন চ্যাম্পিয়নশিপ বিশ্বের সবচেয়ে প্রাচীন টেনিস প্রতিযোগিতা বিশেষ। অনেকের মতে এটি বিশ্ব টেনিস জগতের সবচেয়ে ধ্রুপদী, মর্যাদাসম্পন্ন ও গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। ১৮৭৭ সাল থেকে এটি যুক্তরাজ্যের লন্ডনের উইম্বলডনের এলাকায় সাংবাৎসরিকভাবে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে। 

File Details:
PDF Name : Wimbledon Championships 2021 Winners List
Language : Bengali
Size : 0.2 mb 
No. of Pages : 01
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment