Breaking







Friday, 16 July 2021

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | GK Album Part-137

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | GK Album Part-137

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | GK Album Part-137
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | GK Album Part-137
কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -

GK Album Part-137

 সিলি পয়েন্ট কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ ক্রিকেট। 

 লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কী ?
উত্তরঃ কাভারাত্তি। 

 রামচরিত কাব্যগ্রন্থের রচয়িতা কে ?
উত্তরঃ সন্ধ্যাকর নন্দী। 

 চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয় ?
উত্তরঃ ১৯১৭ সালে। 

 জাবতি প্রথা কে চালু করেন ?
উত্তরঃ আকবর। 

 সংসদের যুগ্ম অধিবেশন আহ্বান করেন কে ?
উত্তরঃ রাষ্ট্রপতি। 

 লোকসভা প্রথম কত সালে গঠিত হয় ?
উত্তরঃ ১৯৫২ সালে। 

 সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে ?
উত্তরঃ ৮ই ডিসেম্বর ১৯৮৫। 

 বজ্রপাতের দেশ কাকে বলা হয় ?
উত্তরঃ ভুটান। 

 ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে ?
উত্তরঃ বেলজিয়াম।

আগের পর্বঃ

No comments:

Post a Comment