Breaking







Monday, 26 July 2021

জিকে প্রশ্ন ও উত্তর | GK Album Part-142

জিকে প্রশ্ন ও উত্তর | GK Album Part-142

জিকে প্রশ্ন ও উত্তর | GK Album Part-142
জিকে প্রশ্ন ও উত্তর | GK Album Part-142
কলম ✏  
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -

GK Album Part-142

 IAY এর Full Form কি ?
উত্তরঃ Indira Awaas Yojana। 

 অর্থনীতির জনক কাকে বলা হয় ?
উত্তরঃ অ্যাডাম স্মিথ। 

 স্মার্ট মানি শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় ?
উত্তরঃ ক্রেডিট কার্ড। 

 কোনটি তড়িৎচুম্বক নির্মাণে সবচেয়ে উপযোগী ধাতু ?
উত্তরঃ নরম লোহা। 

 কোন ধাতুর আকরিক অ্যাজুরাইট ?
উত্তরঃ কপার। 

 অ্যালকোহল প্রস্তুতিতে নীচের কোনটি প্রয়োজন হয় ?
উত্তরঃ ছত্রাক। 

 লোহিত রক্তকণিকা কোথায় উৎপন্ন হয় ?
উত্তরঃ অস্থিমজ্জা। 

 মাইকোলজিতে কোন বিষয় সংক্রান্ত আলোচনা করা হয় ?
উত্তরঃ ছত্রাক। 

 ন্যাশনাল ডায়েট কোন দেশের পার্লামেন্টকে বলা হয় ?
উত্তরঃ জাপান। 

 নওরোজ কোন ধর্মাবলম্বীদের উৎসব ?
উত্তরঃ পার্সি।

আগের পর্বঃ

No comments:

Post a Comment