সাইখোম মীরাবাই চানু || Saikhom Mirabai Chanu
![]() |
সাইখোম মীরাবাই চানু |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
টোকিও অলিম্পিকে ভারতের প্রথম পদক জয়। সারা ভারত দেশ আজ গর্বিত সাইখোম মীরাবাই চানুর জন্য। এই মীরাবাই চানুর জন্যই আজ টোকিও অলিম্পিকে ভারত পদকের খাতা খুলতে পেরেছে।
মহিলাদের ৪৯ কেজি ভারোত্তোলন বিভাগে রুপো জিতলেন মীরাবাই চানু। মহিলাদের ৪৯ কেজি বিভাগে প্রথমে স্ন্যাচে ৮৭ কেজি ওজন তোলেন ভারতীয় ভারত্তোলক। পরে ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১১৫ কেজি ওজন তোলেন তিনি। সব মিলিয়ে ২০২ কেজি ওজন তোলেন মীরাবাঈ চানু।
সাইখোম মীরাবাই চানু সম্পর্কিত সাধারণ কিছু তথ্যঃ
■ জাতীয়তাঃ ভারতীয়
■ জন্মঃ ৮ই আগস্ট ১৯৯৪
■ উচ্চতাঃ ১.৫০ মিটার (৪ ফুট ১১ ইঞ্চি)
■ বাসস্থানঃ মণিপুর, ভারত
■ ক্রীড়াঃ ভারোত্তোলন
তিনি কমনওয়েলথ গেমস, রিও অলিম্পিকস, এশিয়ান ওয়েটিলিফটিং চ্যাম্পিয়নশিপ প্রভৃতি প্রতিযোগিতায় বিভিন্ন পদক জিতেছেন তিনি।
এছাড়াও মীরাবাই চানুকে পদ্মশ্রী ও রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছে।
No comments:
Post a Comment