Breaking







Saturday, 24 July 2021

জিকে প্রশ্ন ও উত্তর | GK Album Part-141

জিকে প্রশ্ন ও উত্তর | GK Album Part-141

জিকে প্রশ্ন ও উত্তর | GK Album Part-141
জিকে প্রশ্ন ও উত্তর | GK Album Part-141
কলম ✏  
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -

GK Album Part-141

 দেব সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ শিব নারায়ণ অগ্নিহোত্রী। 

 কে তিনটি গোলটেবিল বৈঠকেই অংশ গ্রহণ করেন ?
উত্তরঃ আম্বেদকর। 

 আগ্রার অন্ধপক্ষী বলে কে অভিহিত হন ?
উত্তরঃ সুরদাস। 

 কে শের আফগান নামে পরিচিত ছিল ?
উত্তরঃ আলিকুলি বেগ। 

 পাকিস্তানে কবে স্বাধীনতা দিবস পালিত হয় ?
উত্তরঃ ১৪ই আগস্ট। 

 Voice of India সংবাদপত্র কে চালু করেন ?
উত্তরঃ দাদাভাই নৌরজি। 

 ভারতের কোথায় ইংরেজরা তাদের প্রথম কারখানা স্থাপন করেন ?
উত্তরঃ সুরাট। 

 জয় জওয়ান জয় কিষাণ -কার স্লোগান ?
উত্তরঃ লাল বাহাদুর শাস্ত্রী। 

 সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে চালু করেছিলেন ?
উত্তরঃ র‍্যামসে ম্যাকডোনাল্ড। 

 কে সতীদাহ প্রথা বেআইনি ঘোষণা করেন ?
উত্তরঃ লর্ড উইলিয়াম বেন্টিংক।

আগের পর্বঃ

No comments:

Post a Comment