Breaking



Friday 23 July 2021

General Knowledge MCQ 2022 in Bengali PDF Download

General Knowledge MCQ 2022 in Bengali PDF || জেনারেল নলেজ MCQ PDF || Part-04

General Knowledge MCQ 2022 in Bengali PDF Download
General Knowledge MCQ 2022 in Bengali PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
চাকরির পরীক্ষার একটা কমন বিষয় হলো জেনারেল নলেজ, আর তোমাদের এই জেনারেল নলেজ বিষয়ে সঠিকভাবে প্রস্তুত করে তুলতে আজ শেয়ার করছি General Knowledge MCQ 2022 in Bengali PDF; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ একশোটি জেনারেল নলেজ প্রশ্ন MCQ আকারে দেওয়া আছে। 

সুতরাং দেরী না করে প্রশ্নগুলি দেখে নাও এবং ঠিক নীচ থেকে প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নাও যাতে করে তোমরা অফলাইনেও এটা পড়তে পারো। 

General Knowledge MCQ 2022

০১. তুলসীদাস কার আমলে ‘রামচরিত মানস’ রচনা করেছিলেন ?
ক) আকবর
খ) বাবর
গ) ঔরঙ্গজেব
ঘ) জাফর
সঠিক উত্তরঃ ক) আকবর

০২. ‘আইহোল প্রশস্তি’ কে রচনা করেন ?
ক) রবিকীর্তি
খ) কৌটিল্য 
গ) হরিসেন
ঘ) নাগার্জুন
সঠিক উত্তরঃ ক) রবিকীর্তি

০৩. লালারসের কোন উপাদানটি জীবাণুনাশক হিসাবে কাজ করে ?
ক) লাইপেজ
খ) লাইসোজাইম
গ) মলটেজ
ঘ) টায়ালিন
সঠিক উত্তরঃ খ) লাইসোজাইম

০৪. কোলেস্টেরল কোথায় উৎপন্ন হয় ?
ক) যকৃত
খ) প্লীহা
গ) অগ্ন্যাশয়
ঘ) পাকস্থলী
সঠিক উত্তরঃ ক) যকৃত

০৫. সবচেয়ে দ্রুতগামী গ্রহ কোনটি ?
ক) মঙ্গল
খ) বুধ
গ) শনি
ঘ) পৃথিবী
সঠিক উত্তরঃ খ) বুধ

০৬. বর্তমানে সৌরজগতের গ্রহ কয়টি ?
ক) ছয়টি
খ) সাতটি
গ) আটটি
ঘ) নয়টি
সঠিক উত্তরঃ গ) আটটি

০৭. সোয়ান কোষ কোথায় দেখা যায় ?
ক) অ্যাক্সনে
খ) কোষদেহে
গ) ডেনড্রনে
ঘ) সাইন্যাপসে
সঠিক উত্তরঃ ক) অ্যাক্সনে

০৮. অযৌন জননের একক কি ?
ক) রেণু
খ) গ্যামেট
গ) জাইগোট
ঘ) জাইগোস্পোর
সঠিক উত্তরঃ ক) রেণু

০৯. কবে ব্রিটেন থেকে দাস প্রথার বিলোপ হয় ?
ক) ১৮২৭ সালে
খ) ১৮২৯ সালে
গ) ১৮৩১ সালে
ঘ) ১৮৩৩ সালে
সঠিক উত্তরঃ ঘ) ১৮৩৩ সালে

১০. ‘The Famished Road’ বইটি কে রচনা করেছিলেন ?
ক) বেন ওকরি
খ) দিন মণি
গ) জোলা এমিলি
ঘ) ভি.এস. নইপল
সঠিক উত্তরঃ ক) বেন ওকরি

১১. হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে আসেন ?
ক) দ্বিতীয় চন্দ্রগুপ্ত  
খ) হর্ষবর্ধন 
গ) কনিষ্ক 
ঘ) প্রথম চন্দ্রগুপ্ত
সঠিক উত্তরঃ খ) হর্ষবর্ধন 

১২. কত সালে জেমস প্রিন্সেপ অশোকের ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন ?
ক) ১৮৩৩ সালে
খ) ১৮৩৫ সালে
গ) ১৮৩৭ সালে
ঘ) ১৮৩৯ সালে
সঠিক উত্তরঃ গ) ১৮৩৭ সালে

১৩. হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল ?
ক) শহর
খ) ড্রেনেজ সিস্টেম
গ) রাস্তাঘাট 
ঘ) পাকা বাড়ি
সঠিক উত্তরঃ খ) ড্রেনেজ সিস্টেম

১৪. নিম্নলিখিত কোনটি হরপ্পা সভ্যতার সাইট নয় ?
ক) পাটলিপুত্র
খ) রংপুর 
গ) লোথাল 
ঘ) কালিবঙ্গান
সঠিক উত্তরঃ ক) পাটলিপুত্র

১৫. নিম্নলিখিত কোন ধাতুর ব্যবহার জানা ছিল না হরপ্পা সভ্যতায় ?
ক) তামা 
খ) লোহা 
গ) ব্রোঞ্জ
ঘ) রুপা
সঠিক উত্তরঃ খ) লোহা 

১৬. ‘মরফিন’ নামক উপক্ষার কোথায় পাওয়া যায় ?
ক) বেলেডোনা
খ) নাক্সভোমিকা
গ) আফিম
ঘ) কফি
সঠিক উত্তরঃ গ) আফিম

১৭. ইউরিক অ্যাসিড রেচন কারি একটি প্রাণী হল -
ক) পায়রা
খ) মানুষ
গ) খরগোশ
ঘ) ব্যাঙ
সঠিক উত্তরঃ ক) পায়রা

১৮. ‘বাণতেল’ পাওয়া যায় কোন গাছে ?
ক) বট
খ) শাল
গ) রবার
ঘ) লবঙ্গ
সঠিক উত্তরঃ ঘ) লবঙ্গ

১৯. মূত্রে বিলিরুবিন বেশি হলে মূত্রের রং কেমন হয় ?
ক) গাঢ় সবুজ
খ) গাঢ় খয়েরী
গ) গাঢ় হলুদ
ঘ) গাঢ় লাল
সঠিক উত্তরঃ গ) গাঢ় হলুদ

২০. যকৃত নিম্নের কোন রেচন পদার্থ নির্গত করে ?
ক) বিলিরুবিন
খ) লেসিথিন
গ) বিলিভারডিন
ঘ) সবকটি
সঠিক উত্তরঃ ক) বিলিরুবিন

২১. ওড়িশা রাজ্যের ‘রাজ্য প্রাণী’ র নাম কি ?
ক) সম্বর হরিণ
খ) কৃষ্ণসার
গ) নীলগিরি বনছাগল
ঘ) মেছোবাঘ
সঠিক উত্তরঃ ক) সম্বর হরিণ

২২. ‘Sky River’ নামে কোন নদী পরিচিত ?
ক) গঙ্গা
খ) গোদাবরী
গ) ব্রহ্মপুত্র
ঘ) নর্মদা
সঠিক উত্তরঃ গ) ব্রহ্মপুত্র

২৩. ‘রামসার চুক্তি’ কত সালে কার্যকর হয় ?
ক) ১৯৭১ সালে
খ) ১৯৭৩ সালে
গ) ১৯৭৫ সালে
ঘ) ১৯৭৭ সালে
সঠিক উত্তরঃ গ) ১৯৭৫ সালে

২৪. মধ্য আমেরিকায় স্থানান্তর কৃষি কী নামে পরিচিত ?
ক) ঝুম
খ) রোকা
গ) মিলপা
ঘ) তঙ্গিয়া
সঠিক উত্তরঃ গ) মিলপা

২৫. ‘Civilisation and Climate’ গ্রন্থটির লেখক কে ?
ক) হান্টিংটন
খ) হামবোল্ট
গ) রেটজেল
ঘ) স্কীফার
সঠিক উত্তরঃ ক) হান্টিংটন

২৬. ‘দ্য লাইট অফ এশিয়া’ বইটি মূলত কার ওপরে লেখা ?
ক) গৌতম বুদ্ধ
খ) মহাবীর
গ) আলেকজান্ডার
ঘ) চন্দ্রগুপ্ত মৌর্য
সঠিক উত্তরঃ ক) গৌতম বুদ্ধ

২৭. কোন শাসককে ‘কবিরাজ’ আখ্যা দেওয়া হয় ?
ক) স্কন্দগুপ্ত
খ) সমুদ্রগুপ্ত
গ) প্রথম চন্দ্রগুপ্ত
ঘ) এদের কেউই নন
সঠিক উত্তরঃ খ) সমুদ্রগুপ্ত

২৮. কার রাজসভা ‘নবরত্ন’ এর জন্য বিখ্যাত ছিল ?
ক) সমুদ্রগুপ্ত
খ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
গ) অশোক
ঘ) হর্ষবর্ধন
সঠিক উত্তরঃ খ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত

২৯. সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি ?
ক) শুক্র
খ) বৃহস্পতি
গ) শনি
ঘ) বুধ
সঠিক উত্তরঃ ক) শুক্র

৩০. চাঁদের ব্যাস কত ?
ক) প্রায় ৩৪৭৫ কিমি
খ) প্রায় ৩৪৭০ কিমি
গ) প্রায় ৩৪৬৫ কিমি
ঘ) প্রায় ৩৪৬০ কিমি
সঠিক উত্তরঃ ক) প্রায় ৩৪৭৫ কিমি

৩১. কি জমাট বেধে ওপেল শিলার সৃষ্টি হয় ?
ক) বালুকণা
খ) ধুলিকণা
গ) পলি
ঘ) কাদা
সঠিক উত্তরঃ ক) বালুকণা

৩২. মালাই চাকির হাড়কে কি বলা হয় ?
ক) ফিমার
খ) টিবিয়া
গ) টারসাস
ঘ) প্যাটেলা
সঠিক উত্তরঃ ঘ) প্যাটেলা

৩৩. রেটিনা ও অপটিকা স্নায়ু স্থলকে কি বলে ?
ক) অন্ধবিন্দু
খ) পীতবিন্দু
গ) স্নায়ু বিন্দু
ঘ) চক্ষুবিন্দু
সঠিক উত্তরঃ ক) অন্ধবিন্দু

৩৪. পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত ?
ক) মাথায়
খ) হাতে
গ) পায়ে
ঘ) পেটে
সঠিক উত্তরঃ ক) মাথায়

৩৫. দুটি নিউরোনের মিলনস্থলকে কি বলে ?
ক) সাইন্যাপস্
খ) অ্যাক্সন
গ) ড্রেনড্রন
ঘ) নিউরোগ্লিয়া
সঠিক উত্তরঃ ক) সাইন্যাপস্

৩৬. কোন রাজার প্রধানমন্ত্রীর নাম কৌটিল্য ?
ক) চন্দ্রগুপ্ত মৌর্য
খ) চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য
গ) হর্ষবর্ধন
ঘ) অশোক
সঠিক উত্তরঃ ক) চন্দ্রগুপ্ত মৌর্য

৩৭. কোন গ্রীক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যোগ দিয়ে ভারত সম্পর্কে বিবরণ লিখেছিলেন ?
ক) সেলুকাস
খ) ফা-হিয়েন
গ) মিন্দার
ঘ) মেগাস্থিনিস
সঠিক উত্তরঃ ঘ) মেগাস্থিনিস

৩৮. আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন ?
ক) ৭১০ খ্রিস্টাব্দে
খ) ৭১২ খ্রিস্টাব্দে
গ) ৭১৪ খ্রিস্টাব্দে
ঘ) ৭১৬ খ্রিস্টাব্দে
সঠিক উত্তরঃ খ) ৭১২ খ্রিস্টাব্দে

৩৯. হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলার রাজা কে ছিলেন ?
ক) লক্ষ্মণ সেন
খ) ধর্মপাল
গ) ভাস্কর বর্মণ
ঘ) শশাঙ্ক
সঠিক উত্তরঃ ঘ) শশাঙ্ক

৪০. শকাব্দের প্রবর্তক কে ?
ক) কনিষ্ক
খ) বিক্রমাদিত্য
গ) রুদ্রমন
ঘ) অশোক
সঠিক উত্তরঃ ক) কনিষ্ক

৪১. ভারতের দুটি পশ্চিমবাহিনী নদীর নাম কী ?
ক) নর্মদা ও তাপ্তি
খ) কৃষ্ণা ও কাবেরি
গ) গোদাবরী ও মহানদী
ঘ) কোনটিই নয়
সঠিক উত্তরঃ ক) নর্মদা ও তাপ্তি

৪২. আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি ?
ক) বিশাখাপত্তনম
খ) তুতিকোরিন
গ) মারগাঁও
ঘ) পোর্ট ব্লেয়ার
সঠিক উত্তরঃ ঘ) পোর্ট ব্লেয়ার

৪৩. কোন বায়ু বাণিজ্যিক বায়ু নামে পরিচিত ?
ক) সাময়িক বায়ু
খ) আয়ন বায়ু
গ) পশ্চিমা বায়ু
ঘ) মেরু বায়ু
সঠিক উত্তরঃ খ) আয়ন বায়ু

৪৪. তামাক উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান কে অধিকার করেন ?
ক) চীন
খ) আমেরিকা
গ) ভারত
ঘ) ফ্রান্স
সঠিক উত্তরঃ ক) চীন

৪৫. করোনায় আক্রান্ত হয়ে মৃত সংবাদিকদের পরিবারকে কত লক্ষ টাকা আর্থিক সহায়তা দেবে কেন্দ্র ?
ক) ৩ লক্ষ
খ) ৪ লক্ষ
গ) ৫ লক্ষ
ঘ) ১০ লক্ষ
সঠিক উত্তরঃ গ) ৫ লক্ষ

৪৬. সম্প্রতি প্রয়াত চেমানচেরী কুনহীরামন নাইয়ার কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন ?
ক) কথাকলি
খ) কত্থক
গ) ভারতনাট্যম
ঘ) মণিপুরি
সঠিক উত্তরঃ ক) কথাকলি

৪৭. সম্প্রতি কোন রাজ্যে কালানমক রাইস ফেস্টিভ্যাল এর উদ্বোধন করা হল ?
ক) গুজরাট
খ) উত্তরপ্রদেশ
গ) পাঞ্জাব
ঘ) হরিয়ানা
সঠিক উত্তরঃ খ) উত্তরপ্রদেশ

৪৮. প্রথমবার জেনোম ম্যাপিং প্রোজেক্ট লঞ্চ করা হলো কোন মহাসাগরে ?
ক) ভারত মহাসাগর
খ) প্রশান্ত মহাসাগর
গ) বঙ্গোপসাগর
ঘ) আরব সাগর
সঠিক উত্তরঃ ক) ভারত মহাসাগর

৪৯. সম্প্রতি সমুদ্রের প্লাস্টিক বর্জ্য দিয়ে কম্পিউটার বানালো কোন কোম্পানি ?
ক) Lenovo
খ) Apple
গ) HP
ঘ) Microsoft
সঠিক উত্তরঃ গ) HP

৫০. রাশিয়াকে অতিক্রম করে বিশ্বের চতুর্থ ফরেক্স রিজার্ভ দেশ হলো কোনটি ?
ক) ভারত
খ) চীন
গ) আমেরিকা
ঘ) জাপান
সঠিক উত্তরঃ ক) ভারত

৫১. Kia Motor India -র ন্যাশানাল হেড হিসাবে নিযুক্ত হলেন কে ?
ক) গুরমিত সিং
খ) সুখবীর সিং সাধু
গ) ওমশঙ্কর পাবার
ঘ) হারদীপ সিং ব্রার
সঠিক উত্তরঃ ঘ) হারদীপ সিং ব্রার

৫২. ভারতের বৃহত্তম ভাসমান সোলার পাওয়ার প্লান্ট তৈরি হচ্ছে কোন রাজ্যে ?
ক) মধ্যপ্রদেশ
খ) তেলেঙ্গানা
গ) মহারাষ্ট্র
ঘ) উত্তরপ্রদেশ
সঠিক উত্তরঃ খ) তেলেঙ্গানা

৫৩. শিশুদের জন্য ১০০টি নার্সারি স্পোর্টস অ্যাকাডেমী স্থাপন করতে চলেছে কোন রাজ্য ?
ক) পশ্চিমবঙ্গ
খ) হরিয়ানা
গ) পাঞ্জাব
ঘ) রাজস্থান
সঠিক উত্তরঃ ঘ) রাজস্থান

৫৪. আয়তনের দিক থেকে সবচেয়ে বেশী বন কোন রাজ্যে আছে ?
ক) মধ্যপ্রদেশ
খ) উত্তরপ্রদেশ
গ) পশ্চিমবঙ্গ
ঘ) মণিপুর
সঠিক উত্তরঃ ক) মধ্যপ্রদেশ

৫৫. সোলার সিস্টেম এর আবিস্কারক কে ?
ক) গ্যালিলিও
খ) লিওনার্দ দ্যা ভিঞ্চি
গ) কোপার্নিকাস
ঘ) আর্কিমিদিস
সঠিক উত্তরঃ গ) কোপার্নিকাস

৫৬. ভেন্টিফ্যাক্ট কোন প্রাকিতিক শক্তির দ্বারা সৃষ্টি হয় ?
ক) সমুদ্রতরঙ্গের ক্ষয় দ্বারা
খ) নদীর সঞ্চয় দ্বারা
গ) বায়ুর ক্ষয় দ্বারা
ঘ) সমুদ্রতরঙ্গের সঞ্চয় দ্বারা
সঠিক উত্তরঃ গ) বায়ুর ক্ষয় দ্বারা

৫৭. বিশ্বে মাখন ও ঘি উৎপাদনে কোন দেশ প্রথম ?
ক) ভারত
খ) সুইডেন
গ) আর্জেন্টিনা
ঘ) আমেরিকা
সঠিক উত্তরঃ ক) ভারত

৫৮. পূর্বঘাট পর্বতের ওপর নাম কি ?
ক) মলয়াদ্রী
খ) সহাদ্রী
গ) সেভরয়
ঘ) জাভাদ্রী
সঠিক উত্তরঃ ক) মলয়াদ্রী

৫৯. সান্দাকফু কোন পর্বত শ্রেনীর সর্বোচ্চ শৃঙ্গ ?
ক) সিঙ্গালীলা
খ) ফালুট
গ) শিবালিক হিল
ঘ) টাইগার হিল
সঠিক উত্তরঃ ক) সিঙ্গালীলা

৬০. কত বছর বয়সে বুদ্ধদেব মোক্ষলাভ করেন ?
ক) ২৫ বছর
খ) ৩০ বছর
গ) ৩৫ বছর
ঘ) ৪০ বছর
সঠিক উত্তরঃ গ) ৩৫ বছর

৬১. ভারতে কারা নাটকে যবনিকা প্রথা চালু করেন ?
ক) শক
খ) পার্শিয়ান
গ) গ্রীক
ঘ) কুষান
সঠিক উত্তরঃ ক) শক

৬২. বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন ?
ক) হর্ষঙ্ক
খ) পুরু
গ) শুঙ্গ
ঘ) মৌর্য
সঠিক উত্তরঃ ক) হর্ষঙ্ক

৬৩. কোন শহরকে প্রাচ্যের ডাণ্ডি বলা হয় ?
ক) নারায়ণগঞ্জ
খ) শিলেট
গ) ঢাকা
ঘ) চট্টগ্রাম
সঠিক উত্তরঃ ক) নারায়ণগঞ্জ

৬৪. মায়ানমারের রাজধানীর নাম কি ?
ক) নাইপিদো
খ) মৌলমিন
গ) আকিয়াব
ঘ) মালে
সঠিক উত্তরঃ ক) নাইপিদো

৬৫. ভুটানের জলবায়ু কেমন ?
ক) উষ্ণ
খ) খুব শীতল
গ) আর্দ্র নাতিশীতোষ্ণ মৌসুমি জলবায়ু
ঘ) শুষ্ক মৌসুমি বায়ু
সঠিক উত্তরঃ গ) আর্দ্র নাতিশীতোষ্ণ মৌসুমি জলবায়ু

৬৬. ব্যারোমিটার কে আবিষ্কার করেন ?
ক) এভান গেলিষ্টা টরীসেলী
খ) ক্রস্টিয়ান হেগেন্স
গ) ক্লউডি মিনি
ঘ) গ্রেগোরি পিনকাস
সঠিক উত্তরঃ ক) এভান গেলিষ্টা টরীসেলী

৬৭. ম্যাগনেট কি থেকে তৈরি হয় ?
ক) কোবাল্ট
খ) অ্যালুমিনিয়াম
গ) জিঙ্ক
ঘ) সীসা
সঠিক উত্তরঃ ক) কোবাল্ট

৬৮. স্নায়ুতন্ত্রে কি দ্বারা উদ্দীপনা গৃহীত হয় ?
ক) কারক
খ) বাহক
গ) গ্রাহক
ঘ) পোষক
সঠিক উত্তরঃ গ) গ্রাহক

৬৯. নালী বিহীন গ্রন্থিকে কি বলা হয় ?
ক) অনাল গ্রন্থি
খ) সমান গ্রন্থি
গ) নলাকার গ্রন্থি
ঘ) অ্যালভিওলার গ্রন্থি
সঠিক উত্তরঃ ক) অনাল গ্রন্থি

৭০. বিশ্ব গ্রাহক অধিকার দিবস পালন করা হয় প্রতি বছর কোন দিন ?
ক) ৫ই জুন
খ) ১৫ই মার্চ
গ) ২৫শে এপ্রিল
ঘ) ১৬ই মার্চ
সঠিক উত্তরঃ খ) ১৫ই মার্চ

৭১. জাতীয় টিকাকরণ দিবস পালন করা হয় প্রতি বছর কোন দিন ?
ক) ১৫ই মার্চ
খ) ১৬ই মার্চ
গ) ২৫শে মার্চ
ঘ) ৩১শে মার্চ
সঠিক উত্তরঃ খ) ১৬ই মার্চ

৭২. ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত ?
ক) হায়দ্রাবাদ
খ) মুম্বাই
গ) চেন্নাই
ঘ) ব্যাঙ্গালুরু
সঠিক উত্তরঃ ক) হায়দ্রাবাদ

৭৩. উত্তর প্রদেশ ও বিহারের অশ্বক্ষুরাকৃতি হ্রদকে কী বলে ?
ক) কোর
খ) বিল
গ) হাওর
ঘ) বাঁওড়
সঠিক উত্তরঃ ক) কোর

৭৪. আর্ন্তজাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত ?
ক) ফ্রান্স
খ) আমেরিকা
গ) রাশিয়া
ঘ) জাপান
সঠিক উত্তরঃ খ) আমেরিকা

৭৫. ভূমিকম্পের উপকেন্দ্র ও প্রতিপাদ কেন্দ্রের কৌণিক দূরত্ব কত ?
ক) ৯০ ডিগ্রি
খ) ১৪০ ডিগ্রি
গ) ১৮০ ডিগ্রি
ঘ) ৩৬০ ডিগ্রি
সঠিক উত্তরঃ গ) ১৮০ ডিগ্রি

৭৬. কোন তরঙ্গ সবথেকে বেশি ক্ষতি করে ?
ক) প্রাথমিক তরঙ্গ
খ) গৌণ তরঙ্গ
গ) পার্শ্ব তরঙ্গ
ঘ) সব তরঙ্গ সমান ক্ষতি করে
সঠিক উত্তরঃ ঘ) সব তরঙ্গ সমান ক্ষতি করে

৭৭. কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন ?
ক) শাহজাহান
খ) ঔরঙ্গজেব
গ) জাহাঙ্গীর
ঘ) বাহাদুর শাহ
সঠিক উত্তরঃ ক) শাহজাহান

৭৮. কোন শিখগুরুকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন ?
ক) গুরু নানক
খ) তেগবাহাদুর
গ) অর্জুন সিং
ঘ) গোবিন্দ সিং
সঠিক উত্তরঃ খ) তেগবাহাদুর

৭৯. কবুলিয়ত ও পাট্টা কে প্রবর্তন করেন ?
ক) শের শাহ
খ) আলাউদ্দিন খলজি
গ) বলবন
ঘ) ইলতুৎমিস
সঠিক উত্তরঃ ক) শের শাহ

৮০. শের শাহ কোন দুর্গ আক্রমণ করতে গিয়ে মারা যান ?
ক) কালিঞ্জর
খ) রাইসিনা
গ) রনথম্বোর 
ঘ) মেবার
সঠিক উত্তরঃ ক) কালিঞ্জর

৮১. পলাশীর যুদ্ধ কবে হয়েছিল ?
ক) ২১শে জুন ১৭৫৭
খ) ২২শে জুন ১৭৫৭
গ) ২৩শে জুন ১৭৫৭
ঘ) ২৪শে জুন ১৭৫৭
সঠিক উত্তরঃ গ) ২৩শে জুন ১৭৫৭

৮২. নিম্নলিখিত কোনটি ভৌত রাশি ?
ক) উচ্চতা
খ) জল
গ) তেল
ঘ) ঘর
সঠিক উত্তরঃ ক) উচ্চতা

৮৩. ভেক্টর রাশি চিহ্নিত করো ?
ক) সময়
খ) কার্য
গ) তাপ
ঘ) কৌণিক ভরবেগ
সঠিক উত্তরঃ ঘ) কৌণিক ভরবেগ

৮৪. স্কেলার রাশি চিহ্নিত করো ?
ক) বল
খ) কার্য
গ) সরণ
ঘ) তরণ
সঠিক উত্তরঃ খ) কার্য

৮৫. একটি পেরেকে যতটা লোহা আছে তার পরিমাণ হল ?
ক) ওজন
খ) আয়তন
গ) ভর
ঘ) ঘনত্ব
সঠিক উত্তরঃ গ) ভর

৮৬. দার্জিলিং এ রান্না করতে বেশি সময় লাগে কারণ ?
ক) বায়ুমন্ডলের চাপ কম
খ) বায়ুমন্ডলের চাপ বেশী
গ) বায়ুমণ্ডলের তাপমাত্রা কম 
ঘ) বায়ুমণ্ডলের আদ্রতা কম
সঠিক উত্তরঃ ক) বায়ুমন্ডলের চাপ কম

৮৭. সিমলা বৈঠক কত সালে হয়েছিল ?
ক) ১৯৪০ সালে
খ) ১৯৪৫ সালে
গ) ১৯৫০ সালে
ঘ) ১৯৫৫ সালে
সঠিক উত্তরঃ খ) ১৯৪৫ সালে

৮৮. কেন্দ্রীয় ধান গবেষণাগার প্রতিষ্ঠান কোথায় অবস্থিত ?
ক) কলকাতা
খ) ব্যাঙ্গালোর
গ) ভুবনেশ্বর
ঘ) কটক
সঠিক উত্তরঃ ঘ) কটক

৮৯. কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয় ?
ক) ডায়নামো
খ) ট্রান্সফরমার
গ) ইলেকট্রোমিটার
ঘ) মোটো
সঠিক উত্তরঃ ক) ডায়নামো

৯০. প্রাপ্ত বয়স্ক মানবদেহের কোন অংশে রক্ত গঠিত হয় ?
ক) হৃৎপিণ্ড
খ) প্লীহা
গ) লোহিত অস্থি মজ্জা
ঘ) হলুদ অস্থি মজ্জা
সঠিক উত্তরঃ গ) লোহিত অস্থি মজ্জা

৯১. শরীরের কোন অংশে সর্বদা ইউরিয়া উৎপন্ন হয় ?
ক) যকৃৎ
খ) মুত্রগ্রন্থি
গ) প্লীহা
ঘ) থাইমাস
সঠিক উত্তরঃ ক) যকৃৎ

৯২. শব্দের প্রবাল্যের একক কি ?
ক) ফ্যারাড
খ) ডেসিবেল
গ) ওহম
ঘ) পাসকেল
সঠিক উত্তরঃ খ) ডেসিবেল

৯৩. সংসদের গুরুত্বপূর্ণ কাজ কি ?
ক) দেশ পরিচালনা করা
খ) আইন প্রণয়ন
গ) রাজস্ব আদায়
ঘ) সরকারের সমালোচনা
সঠিক উত্তরঃ খ) আইন প্রণয়ন

৯৪. কোন রাজ্য বিধানসভার সদস্য পদ সর্বাধিক ?
ক) অন্ধ্রপ্রদেশ
খ) পশ্চিমবঙ্গ
গ) উত্তরপ্রদেশ
ঘ) মহারাষ্ট্র
সঠিক উত্তরঃ গ) উত্তরপ্রদেশ

৯৫. সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?
ক) রাষ্ট্রপতি
খ) উপরাষ্ট্রপতি
গ) লোকসভার স্পিকার
ঘ) রাজ্যসভার চেয়ারম্যান
সঠিক উত্তরঃ গ) লোকসভার স্পিকার

৯৬. রাজ্যসভা অর্থবিল কে আটকে রাখতে পারে কতদিন ?
ক) ১০ দিন
খ) ১৪ দিন
গ) ৩ মাস
ঘ) ৬ মাস
সঠিক উত্তরঃ খ) ১৪ দিন

৯৭. বৈশাখী উৎসব পালন করে কোন রাজ‍্য ?
ক) হরিয়ানা
খ) বিহার
গ) পাঞ্জাব
ঘ) উত্তরপ্রদেশ
সঠিক উত্তরঃ গ) পাঞ্জাব

৯৮. আব্দুল কালাম ভারতরত্ন পুরস্কার পান-
ক) ২০০০সালে
খ) ১৯৯৯সালে
গ) ১৯৯৮সালে
ঘ) ১৯৯৭সালে
সঠিক উত্তরঃ ঘ) ১৯৯৭সালে

৯৯. তেমুজিন কার প্রকৃত নাম ?
ক) চেঙ্গিজ খান
খ) মহম্মদ ঘুরি
গ) ইব্রাহিম লোদী
ঘ) জাহিদ উদ্দিন বাবর
সঠিক উত্তরঃ ক) চেঙ্গিজ খান

১০০. সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
ক) ঢাকা
খ) কাঠমান্ডু
গ) ইসলামাবাদ
ঘ) নিউ দিল্লী
সঠিক উত্তরঃ খ) কাঠমান্ডু

File Details:
PDF Name : General Knowledge MCQ Part-04
Language : Bengali
Size : 1.5 mb 
No. of Pages : 11
Download Link : Click Here To Download

No comments:

Post a Comment