Breaking







Thursday, 22 July 2021

জিকে প্রশ্ন ও উত্তর | GK Album Part-140

জিকে প্রশ্ন ও উত্তর | GK Album Part-140

জিকে প্রশ্ন ও উত্তর | GK Album Part-140
জিকে প্রশ্ন ও উত্তর | GK Album Part-140
কলম ✏  
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও - 

GK Album Part-140

 ভারত সরকারের ব্যয় নিয়ন্ত্রণ করার ক্ষমতা কার আছে ?
উত্তরঃ সংসদের। 

 বিদেশে ভারতের রাষ্ট্রদূতেরা কার দ্বারা নিযুক্ত হন ?
উত্তরঃ রাষ্ট্রপতি। 

 স্বাধীন ভারতে প্রথম কবে জাতীয় জরুরী অবস্থা জারি করা হয় ?
উত্তরঃ ১৯৬২ সালে। 

 কে মধ্য়প্রদেশে সাঁচী স্তূপ নির্মাণ করেন ?
উত্তরঃ অশোক। 

 ‘Why Am I an Atheist’ বইটি কার লেখা ?
উত্তরঃ ভগৎ সিং। 

 প্রথম ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কবে কার্যকরী হয় ?
উত্তরঃ ১৮৬১ সালে। 

 দ্বিতীয় ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কবে চালু হয়েছিল ?
উত্তরঃ ১৮৯২ সালে। 

 জুনাগড় শিলালিপি কার সঙ্গে সম্বন্ধযুক্ত ?
উত্তরঃ রুদ্রদমন। 

 কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত ?
উত্তরঃ দক্ষিণ-পশ্চিম আফ্রিকা। 

 পশ্চিমবঙ্গে কোথায় পরিণত বদ্বীপ দেখা যায় ?
উত্তরঃ দক্ষিণ ২৪ পরগণা।

আগের পর্বঃ

No comments:

Post a Comment