Breaking







Monday, 12 July 2021

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | GK Album Part-136

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | GK Album Part-136

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | GK Album Part-136
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | GK Album Part-136
কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -

GK Album Part-136

 BCG টিকা কোন রোগের বিরুদ্ধে কাজ করে ?
উত্তরঃ যক্ষ্মা। 

 মানুষের গৌণ পরডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা কত ?
উত্তরঃ ২৩টি। 

 হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে কি বলে ?
উত্তরঃ সিস্টোল। 

 বোম্বে স্টক এক্সচেঞ্জ কত সালে গঠিত হয় ?
উত্তরঃ ১৮৭৫ সালে। 

 কে সর্বপ্রথম অশ্বমেধ যজ্ঞ করেছিলেন ?
উত্তরঃ বসুমিত্র। 

 কে পশ্চিম ভারতে লোখিতওয়াড়ি নামে পরিচিত ?
উত্তরঃ গোপালহরি দেশমুখ। 

 হরপ্পা অঞ্চল কোন নদীর তীরে অবস্থিত ছিল ?
উত্তরঃ রবি। 

 বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ মদন মোহন মালব্য। 

 খালসা কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ গুরু গোবিন্দ সিংহ।

 কোন বিখ্যাত ব্যক্তি আলেকজান্ডারের শিক্ষাগুরু ছিলেন ?
উত্তরঃ অ্যারিস্টটল।

আগের পর্বঃ

No comments:

Post a Comment