Breaking



Friday 17 November 2023

ভারতের প্রতিবেশী দেশসমূহ PDF | গুরুত্বপূর্ণ তথ্য

ভারতের প্রতিবেশী দেশসমূহ PDF | Neighbouring Countries of India

ভারতের প্রতিবেশী দেশসমূহ PDF | Neighbouring Countries of India
একনজরে ভারতের প্রতিবেশী দেশসমূহ
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
বিভিন্ন কম্পিটিটিভ বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভারতের প্রতিবেশী দেশগুলি থেকে বিভিন্ন প্রশ্ন এসে থাকে। তাই তোমাদের সুবিধার্থে আজকের পোস্টে ভারতের প্রতিবেশী দেশসমূহ PDF সহ শেয়ার করলাম। তাই দেরী না করে পোস্টটি ভালো করে দেখে নাও এবং প্রয়োজনে নীচ থেকে পিডিএফটি সংগ্রহ করে নাও।

একনজরে ভারতের প্রতিবেশী দেশ

ভারতের মোট ৯টি প্রতিবেশী দেশ রয়েছে। যথা- বাংলাদেশ, ভুটান, নেপাল, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার ও মালদ্বীপ। ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ চীন এবং ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ মালদ্বীপ। 

বাংলাদেশ 

❐ অবস্থান : ভারতের পূর্বদিকে অবস্থিত। 
❐ আয়তন : ১৪৮৪৬০ বর্গ কিলোমিটার। 
❐ রাজধানী : ঢাকা। 
❐ মুদ্রা : টাকা। 
❐ প্রধান ভাষা : বাংলা। 
❐ উচ্চতম পর্বতশৃঙ্গ : কেওক্রাডং (১২৩০ মিটার)। 
❐ প্রধান নদনদী : পদ্মা, মেঘনা ও যমুনা। 
❐ প্রধান কৃষিজ ফসল : ধান, পাট, ভুট্টা, গম, জোয়ার, কার্পাস, চা, আখ, তামাক, তৈলবীজ, আলু প্রভৃতি। 
❐ প্রধান শিল্প : পাট, বস্ত্র, চা, চিনি, কাগজ, সার, চামড়া প্রভৃতি। 
❐ সীমান্ত দৈর্ঘ্য : ৪০৯৬.৭ কিলোমিটার (বৃহত্তম)। 
❐ সীমান্ত স্পর্শকারী রাজ্য : পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম। 
❐ ভারত ও বাংলাদেশের সীমারেখার নাম : তিন বিঘা করিডোর। 

ভুটান

❐ অবস্থান : ভারতের উত্তরদিকে অবস্থিত।
❐ আয়তন : ৩৮৩৯৪ বর্গ কিলোমিটার। 
❐ রাজধানী : থিম্পু। 
❐ মুদ্রা : গুলট্রাম। 
❐ প্রধান ভাষা : জংখা। 
❐ উচ্চতম পর্বতশৃঙ্গ : কুলাকাংড়ি (৭৫৫৪ মিটার)। 
❐ প্রধান নদনদী : মানস। 
❐ প্রধান কৃষিজ ফসল : ভুট্টা, ধান, যব, বার্লি, কমলালেবু, আপেল প্রভৃতি। 
❐ প্রধান শিল্প : সিমেন্ট, কাষ্ঠ শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রভৃতি। 
❐ সীমান্ত দৈর্ঘ্য : ৬৯৯ কিলোমিটার। 
❐ সীমান্ত স্পর্শকারী রাজ্য : অরুণাচল প্রদেশ, সিকিম, আসাম ও পশ্চিমবঙ্গ। 
❐ পৃথিবীর প্রথম কার্বনমুক্ত দেশ হলো ভুটান। 

নেপাল

❐ অবস্থান : ভারতের উত্তরদিকে অবস্থিত।
❐ আয়তন : ১৪৭৫১৬ বর্গ কিলোমিটার। 
❐ রাজধানী : কাঠমান্ডু। 
❐ মুদ্রা : নেপালি রূপি। 
❐ প্রধান ভাষা : নেপালি। 
❐ উচ্চতম পর্বতশৃঙ্গ : মাউন্ট এভারেস্ট (৮৮৪৮ মিটার)। 
❐ প্রধান নদনদী : কালিগণ্ডক। 
❐ প্রধান কৃষিজ ফসল : ধান, পাট, জোয়ার, আখ, তৈলবীজ, কমলালেবু, আনারস, চা প্রভৃতি। 
❐ প্রধান শিল্প : পর্যটন শিল্প, কুটির শিল্প, কাগজ, পাট, চিনি প্রভৃতি। 
❐ সীমান্ত দৈর্ঘ্য : ১৭৫১ কিলোমিটার। 
❐ সীমান্ত স্পর্শকারী রাজ্য : সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড।  
❐ নেপালের দীর্ঘতম নদীর নাম কর্ণালী নদী। 

চীন

❐ অবস্থান : ভারতের উত্তরদিকে অবস্থিত।
❐ আয়তন : ৯৬ লক্ষ বর্গ কিলোমিটার। 
❐ রাজধানী : বেজিং। 
❐ মুদ্রা : রেনমিনবি। 
❐ প্রধান ভাষা : ম্যান্ডারিন। 
❐ উচ্চতম পর্বতশৃঙ্গ : মাউন্ট এভারেস্ট। 
❐ প্রধান নদনদী : ইয়াং সি কিয়াং, হোয়াং হো 
❐ প্রধান কৃষিজ ফসল : ধান, গম, ভুট্টা, যব প্রভৃতি। 
❐ প্রধান শিল্প : খনিজ, লোহা, ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং অন্যান্য খনিজ, মোটর গাড়ি, রাসায়নিক উপাদান ও পণ্য, টয়লেট্রিজ, খেলনা, প্লাস্টিকজাত দ্রব্য, কার্পাস, যন্ত্রপাতি, উৎপাদন উপকরণ, ইলেক্ট্রনিক্স সামগ্রি প্রভৃতি। 
❐ সীমান্ত দৈর্ঘ্য : ৩৯১৭ কিলোমিটার। 
❐ সীমান্ত স্পর্শকারী রাজ্য : অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ, লাদাখ। 
❐ ভারত ও চীনের সীমারেখার নাম : ম্যাকমোহন লাইন।
❐ জনসংখ্যার নিরিখে বিশ্বে প্রথম স্থানাধিকারী দেশ চীন। 

শ্রীলঙ্কা

❐ অবস্থান : ভারতের দক্ষিণদিকে অবস্থিত।
❐ আয়তন : ৬৫৬১০ বর্গ কিলোমিটার। 
❐ রাজধানী : শ্রী জয়বর্ধনপুর কোট্টে। 
❐ মুদ্রা : শ্রিলংকান রূপি। 
❐ প্রধান ভাষা : সিংহলী। 
❐ উচ্চতম পর্বতশৃঙ্গ : পেড্রোতালাগালা। 
❐ প্রধান নদনদী : মহাবলী গঙ্গা। 
❐ প্রধান কৃষিজ ফসল : ধান, চা।
❐ পকপ্রণালী শ্রীলঙ্কাকে ভারত থেকে বিচ্ছিন্ন করেছে। 
❐ শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলা হয়।
❐ ভারত ও শ্রীলঙ্কার মাঝখানে মান্নার উপসাগর অবস্থিত। 

পাকিস্তান

❐ অবস্থান : ভারতের পশ্চিমদিকে অবস্থিত।
❐ আয়তন : ৮৮১৯১৩ বর্গ কিলোমিটার। 
❐ রাজধানী : ইসলামাবাদ। 
❐ মুদ্রা : পাকিস্তানি রূপি। 
❐ প্রধান ভাষা : উর্দু। 
❐ উচ্চতম পর্বতশৃঙ্গ : তিরিচমির (৭৭০৮ মিটার)। 
❐ প্রধান নদনদী : সিন্ধু। 
❐ প্রধান শিল্প : কৃষিজাত, খেলার সরঞ্জাম, সিমেন্ট, চিনি, সার প্রভৃতি শিল্প। 
❐ সীমান্ত দৈর্ঘ্য : ৩৩২৩ কিলোমিটার। 
❐ সীমান্ত স্পর্শকারী রাজ্য : জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট ও লাদাখ। 
❐ ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম : র‍্যাডক্লিফ লাইন, লাইন অব কন্ট্রোল। 

আফগানিস্তান

❐ অবস্থান : ভারতের উত্তর-পশ্চিম দিকে অবস্থিত।
❐ আয়তন : ৬৫২৮৬০ বর্গ কিলোমিটার। 
❐ রাজধানী : কাবুল। 
❐ মুদ্রা : আফগানি। 
❐ প্রধান ভাষা : পশতু, দারী। 
❐ উচ্চতম পর্বতশৃঙ্গ : নোশাক।
❐ প্রধান নদনদী : হেলমন্দ। 
❐ প্রধান শিল্প : কৃষিজাত, চর্মজাত, কার্পেট, সিমেন্ট, সাইকেল প্রভৃতি শিল্প। 
❐ সীমান্ত দৈর্ঘ্য : ১০৬ কিলোমিটার (ক্ষুদ্রতম)। 
❐ সীমান্ত স্পর্শকারী রাজ্য : লাদাখ। 
❐ ভারত ও আফগানিস্তানের সীমারেখার নাম : ডুরাল্ড লাইন। 

মায়ানমার

❐ অবস্থান : ভারতের পূর্বদিকে অবস্থিত।
❐ আয়তন : ৬৭৬৫৭৫ বর্গ কিলোমিটার।
❐ রাজধানী : নেপিডো। 
❐ মুদ্রা : কিয়াত। 
❐ প্রধান ভাষা : বর্মী। 
❐ উচ্চতম পর্বতশৃঙ্গ : কাকাবোরাজি (৫৫৮১ মিটার)। 
❐ প্রধান নদনদী : ইরাবতী। 
❐ প্রধান শিল্প : বনজ, খনিজ, মাছ ধরা, কার্পাস, তেল শোধনাগার। 
❐ সীমান্ত দৈর্ঘ্য : ১৬৪৩ কিলোমিটার। 
❐ সীমান্ত স্পর্শকারী রাজ্য : অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা। 

মালদ্বীপ

❐ অবস্থান : ভারতের দক্ষিণ দিকে অবস্থিত।
❐ আয়তন : ৩০০ বর্গ কিলোমিটার। 
❐ রাজধানী : মালে। 
❐ মুদ্রা : রুফিয়া। 
❐ প্রধান ভাষা : ধিভেহী। 
❐ প্রধান শিল্প : পর্যটন।


ভারতের প্রতিবেশী দেশসমূহ PDF টির ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Neighbouring Countries of India
Language : Bengali
Size : 0.6 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download


❐ Important Questions ::

প্রশ্নঃ নেপালের দীর্ঘতম নদীর নাম কি ?
উত্তরঃ কর্ণালী নদী। 

প্রশ্নঃ নেপালের রাজধানীর নাম কি ?
উত্তরঃ কাঠমান্ডু। 

প্রশ্নঃ নেপালের প্রধান কৃষিজ ফসলের নাম কি ?
উত্তরঃ ধান।

প্রশ্নঃ নেপালের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তরঃ মাউন্ট এভারেস্ট। 

প্রশ্নঃ ভুটানের রাজধানীর নাম কি ?
উত্তরঃ থিম্পু। 

প্রশ্নঃ ভুটানের দীর্ঘতম নদীর নাম কি ?
উত্তরঃ মানস।

প্রশ্নঃ বাংলাদেশ ভারতের কোনদিকে অবস্থিত ?
উত্তরঃ পূর্বদিকে।

প্রশ্নঃ বাংলাদেশের প্রধান শিল্প কোনটি ?
উত্তরঃ পাট শিল্প। 

প্রশ্নঃ মায়ানমারের দীর্ঘতম নদীর নাম কি ?
উত্তরঃ ইরাবতী।

প্রশ্নঃ মায়ানমারের প্রধান কৃষিজ ফসল কোনটি ?
উত্তরঃ ধান।

প্রশ্নঃ মায়ানমারের রাজধানীর নাম কি ?
উত্তরঃ নেপিডো (Naypyidaw)। 

প্রশ্নঃ শ্রীলঙ্কার দীর্ঘতম নদীর নাম কি ?
উত্তরঃ মহাবলী গঙ্গা।

প্রশ্নঃ দারুচিনির দ্বীপ কাকে বলা হয় ?
উত্তরঃ শ্রীলঙ্কাকে।

প্রশ্নঃ পাকিস্তানের দীর্ঘতম নদীর নাম কি ?
উত্তরঃ সিন্ধু।

প্রশ্নঃ পাকিস্তানের রাজধানীর নাম কি ?
উত্তরঃ ইসলামাবাদ।

প্রশ্নঃ আফগানিস্তানের দীর্ঘতম নদীর নাম কি ?
উত্তরঃ হেলমন্দ।

প্রশ্নঃ ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি ?
উত্তরঃ চীন।

প্রশ্নঃ ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি ?
উত্তরঃ মালদ্বীপ।

প্রশ্নঃ ভারতের কোন প্রতিবেশী দেশের দৈর্ঘ্য সীমানা সবথেকে বেশি ?
উত্তরঃ বাংলাদেশ।

1 comment: