WBSSC Group D Practice Set in Bengali PDF Download | গ্রুপ ডি প্র্যাকটিস সেট PDF
![]() |
WBSSC Group D Practice Set in Bengali PDF Download |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
WBSSC Group D পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সঠিকভাবে প্রস্তুত করে তুলতে তোমাদের জন্যে রইলো WBSSC Group D Practice Set in Bengali PDF, যেটির মধ্যে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক বিষয়গুলি থেকে প্রশ্ন দেওয়া আছে।
WBSSC গ্রুপ ডি প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি নীচে কুইজ আকারে দেওয়া আছে দেখে নাও এবং তার ঠিক নীচ থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নাও যাতে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধে হয়।
WBSSC Group D Practice Set 01 |
---|
০১. কোন ফসলকে বীজতন্তু বলা হয় ?
ধান
গম
চা
কার্পাস
০২. ইনসুলিনের অভাবে কোন রোগ হয় ?
পেলেগ্রা
রিকেট
ডায়াবেটিস
টিটেনি
০৩. অর্কিড কি ধরনের উদ্ভিদ ?
পরাশ্রয়ী
মৃতজীবী
মিথোজীবী
কোনটিই নয়
০৪. বৌদ্ধদের কাছে ‘চাকা’ কীসের প্রতীক ?
শান্তির প্রতীক
জ্ঞানের প্রতীক
স্বাধীনতার প্রতীক
সহানুভূতির প্রতীক
০৫. অধাতব ‘ম্যাক্রো এলিমেন্ট’ কি ?
লোহা
ম্যাঙ্গানিজ
কোবাল্ট
কার্বন
০৬. বেসবল কোন দেশের জাতীয় খেলা ?
মার্কিন যুক্তরাষ্ট্র
কানাডা
ইতালি
জার্মানি
০৭. একটি উড়ন্ত স্তন্যপায়ী প্রাণীর নাম লেখো।
বাদুড়
পায়রা
বাজকা
কোনটিই নয়
০৮. মরু অঞ্চলের লবনাক্ত হ্রদগুলিকে কি বলা হয় ?
প্লায়া
বালিয়াড়ি
ক্যাসেল
কোনটিই নয়
০৯. জেনেভা হ্রদ কোথায় অবস্থিত ?
আইসল্যান্ড
সুইজারল্যান্ড
যুগোস্লাভিয়া
নিউইয়র্ক
১০. লোকসভা প্রথম গঠিত হয় কত সালে ?
১৯৫০ সালে
১৯৫১ সালে
১৯৫২ সালে
১৯৫৩ সালে
১১. মানুষের জিহ্বায় ঘা হয় কোন ভিটামিনের অভাবে ?
থিয়ামিন
রাইবোফ্লাভিন
বায়োটিন
প্যান্টোথেনিক অ্যাসিড
১২. দুধের আপেক্ষিক ঘনত্ব পরিমাপক যন্ত্রের নাম কি ?
ল্যাক্টোমিটার
হাইড্রোমিটার
ম্যানোমিটার
অডিওমিটার
১৩. সুন্দরী গাছে দেখা যায় কোনটি ?
শোষক মূল
শ্বাসমূল
জনন মূল
বায়বীয় মূল
১৪. কেঁচোর গমন পদ্ধতির নাম কি ?
ক্রিপিং
ক্রলিং
লুপিং
উড্ডয়ন
১৫. বেদের শেষ ভাগের নাম কি ?
সংহিতা
ব্রাহ্মণ
আরণ্যক
উপনিষদ
১৬. ‘মাস্টার অফ দ্য ওয়ার্ল্ড’ গ্রন্থটি কার লেখা ?
জন কিটস
জুল ভার্ন
জন অ্যাডমসন
আরফিন স্টোনের
১৭. কোন দিনটিকে বিশ্ব এইডস দিবস হিসাবে পালন করা হয় ?
১লা সেপ্টেম্বর
১লা অক্টোবর
১লা নভেম্বর
১লা ডিসেম্বর
১৮. কোন বিষয়ে নোবেল পুরস্কার সবশেষে প্রবর্তিত হয় ?
সাহিত্যে
রসায়নে
চিকিৎসা বিজ্ঞানে
অর্থনীতিতে
১৯. বাংলার প্রথম নির্বাচিত নরপতি কে ছিলেন ?
গোপাল
শশাঙ্ক
হর্ষবর্ধন
লক্ষণ সেন
২০. মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন ?
আকবর
জাহাঙ্গীর
শাহজাহান
বাবর
২১. অনিল কুম্বলের ডাক নাম কি ?
লম্বু
জাম্বো
শানু
গব্বর
২২. সম্প্রতি কলকাতার সঙ্গে জেলা সদরের সরাসরি যোগাযোগের জন্য কোন পরিষেবা চালু হল ?
কন্যাশ্রী এক্সপ্রেস
বাংলাশ্রী এক্সপ্রেস
রকেট এক্সপ্রেস
কোনটিই নয়
২৩. কোন রাজ্যে ‘সৌর সুজলা যোজনা’ শুরু হল ?
পশ্চিমবঙ্গ
মহারাষ্ট্র
রাজস্থান
ছত্তিশগড়
২৪. ভারতের পার্লামেন্টের কয়টি কক্ষ ?
একটি
দুটি
তিনটি
চারটি
২৫. বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় কোন জেলায় অবস্থিত ?
নদীয়া
বীরভূম
বাঁকুড়া
মেদিনীপুর
২৬. আলিপুর চিড়িয়াখানা কবে প্রতিষ্ঠিত হয় ?
১৮৭৪ সালে
১৮৭৬ সালে
১৮৭৮ সালে
১৮৮০ সালে
২৭. নামদাপা ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
অরুণাচল প্রদেশ
রাজস্থান
মধ্যপ্রদেশ
ঝাড়খণ্ড
২৮. বার্নিং গ্লাস রুপে ব্যবহৃত হয় ?
উত্তল লেন্স
অবতল লেন্স
সমতল দর্পণ
উত্তল দর্পণ
২৯. রোমান সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল ?
টাইবার নদী
রাইন নদী
বাদুর নদী
সিন্ধু নদী
৩০. বেদের অপর নাম কী ?
শ্রুতি
অর্থব
জ্ঞান
ব্রাহ্মণ
৩১. 231 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, বিয়োগফল 15 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে ?
2
3
4
6
৩২. কোন সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য ?
114345
135792
3572404
913464
৩৩. কোন সংখ্যাটি দ্বারা 7386038 বিভাজ্য ?
3
4
9
11
৩৪. একটি গাড়ির গতিবেগ 50 কিমি/ঘণ্টা, 40 কিমি দূরত্ব অতিক্রম করতে গাড়িটির কত মিনিট সময় লাগবে ?
45
46
48
49
৩৫. এক ব্যক্তি কোনো দূরত্ব 5 ঘণ্টায় অতিক্রম করে। সে প্রথম অর্ধাংশ 10.5 কিমি/ঘণ্টা এবং দ্বিতীয় অর্ধাংশ 12 কিমি/ঘণ্টা গতিবেগে অতিক্রম করে। সমগ্র পথের দূরত্ব কত ?
56 কিমি
65 কিমি
112 কিমি
কোনটিই নয়
৩৬. A, B এর তিনগুণ কর্মক্ষম। A ও B একত্রে যে কাজ তিনদিনে করে সেই কাজ A একা কত দিনে করবে ?
4
6
8
12
৩৭. বৃহত্তম কোন সংখ্যাকে 5834 থেকে বিয়োগ করলে বিয়োগফলটি 20, 28, 32 এবং 35 দ্বারা বিভাজ্য হবে ?
1120
4714
5200
5600
৩৮. কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 3, 4, 5, 6, 8 দ্বারা বিভাজ্য ?
900
1200
1600
3600
৩৯. সুদের হার 2% বাড়লে 6000 টাকার 3 বছরে কত টাকা বেশি সুদ পাওয়া যাবে ?
180
320
360
410
৪০. 16250 টাকার 8% বার্ষিক সুদের হারে 73 দিনের সরল সুদ কত টাকা ?
260
460
560
660
৪১. সুজন ও সাহেবের বয়সের অনুপাত 4:5। 18 বছর আগে ওই অনুপাত 11:16 হলে, সুজন ও সাহেবের বর্তমান বয়সের সমষ্টি কত ?
80 বছর
90 বছর
105 বছর
110 বছর
৪২. একটি দোকানে চাল ও গমের অনুপাত 5:2 । চালের দাম 2:5 অনুপাতে এবং গমের দাম 3:5 অনুপাতে বৃদ্ধি পেলে, বর্তমানে চাল ও গমের দামের অনুপাত কত ?
5:7
10:7
15:4
15:13
৪৩. কোন সংখ্যার 5/8 অংশ সংখ্যাটির সাথে যোগ করলে যোগফল 39 হবে ?
24
26
30
40
৪৪. কোনো সম্পত্তির 3/4 অংশের মূল্য 21000 টাকা হলে, ওই সম্পত্তির 4/7 অংশের মূল্য হল –
14000 টাকা
16000 টাকা
19000 টাকা
28000 টাকা
৪৫. কিছু লোক একটি কাজ 60 দিনে করে। 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়। প্রথমে কতজন লোক ছিল ?
35
40
45
50
File Details:
PDF Name : WBSSC Group D Practice Set 01
Language : Bengali
Size : 0.8 mb
No. of Pages : 05
Download Link : Click Here To Download
👌👌👌👌
ReplyDelete