Breaking







Monday, 21 June 2021

WBSSC Group C Practice Set in Bengali PDF Download

WBSSC Group C [Clerk] Practice Set in Bengali PDF Download | ক্লার্ক প্র্যাকটিস সেট PDF

WBSSC Group C Practice Set in Bengali PDF Download
WBSSC Group C Practice Set in Bengali PDF Download
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
WBSSC Group C [Clerk] পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সঠিকভাবে প্রস্তুত করে তুলতে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি WBSSC Group C Practice Set in Bengali PDF, যেটির মধ্যে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক বিষয় অনুযায়ী সারিবদ্ধভাবে প্রশ্ন দেওয়া আছে। 

নীচে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি কুইজ আকারে দেওয়া আছে দেখে নাও এবং নীচ থেকে প্র্যাকটিস সেটটির পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নাও যাতে করে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। 

WBSSC Group C Practice Set 01

01. গুয়ারিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত ?
ব্রাজিল  
জিম্বাবুয়ে
ভেনেজুয়েলা
ফ্রান্স 


02. হাইড্রোজেনের নিউট্রন সংখ্যা কত ?
০  
৩ 


03. মানুষের মেরুদণ্ডে কতগুলি হাড় থাকে ?
১৭টি
২৪টি
৩৩টি  
২০৬টি 


04. মার্শ গ্যাস হল – 
ইথেন
মিথেন
ইথিলিন
অ্যাসিটিলিন 


05. জাতীয় সুরক্ষা দিবস কবে পালিত হয় ?
৪ঠা মার্চ
৮ই মার্চ
১৫ই মার্চ
২০শে মার্চ 


06. ভিটামিন C এর এর অভাবে কি রোগ হয় ?
স্কার্ভি  
পেলেগ্রা
বেরিবেরি
হিমোফিলিয়া


07. শ্বেত রক্ত কণিকার প্রধান কাজ কি ?
ব্যাকটেরিয়া ধ্বংস করা
রক্ত তঞ্চনে সাহায্য করা
রক্তাল্পতা রোধ করা
কোনটিই নয় 


08. পদার্থ বিজ্ঞানে প্রথম নোবেল পান কে ?
ভিলহেল্ম কনরাড র‌ন্টগেন
পিটার জেমান
হেন্ড্রিক আন্টোন লোরেন্‌ৎস
পিয়ের কুরি


09. কোন নদীর তীরে নিউইয়র্ক শহরটি অবস্থিত ? 
আমাজন
মিসিসিপি
হাডসন
কোলারাডো


10. গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত ?
অসম
আন্দামান ও নিকবোর
অরুণাচল প্রদেশ
জম্মু ও কাশ্মীর 


11. মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা কত ?
১০ জোড়া
১১ জোড়া
১২ জোড়া
১৩ জোড়া


12. অজান্তা গুহা কোথায় অবস্থিত ?
তামিলনাড়ু
মধ্যপ্রদেশ
উত্তরপ্রদেশ
মহারাষ্ট্র


13. চন্দ্রপ্রভা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত ?
তামিলনাড়ু
উত্তরপ্রদেশ
ওড়িশা
মণিপুর 


14. ইউরেনিয়ামের পারমাণবিক ওজন কত ?
২৩৬
২৩৮
২৪০
২৪২ 


15. SFDA কথাটির পুরো অর্থ কি ?
Small Farmers Development Agency
Sikh Farmers Development Agency
Social Freedom and Democarcy Association
এদের কোনটিই নয় 


16. সম্প্রতি উদ্বোধন হওয়া ‘দ্য সিগনেচার ব্রিজ’ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
দিল্লী
তামিলনাড়ু
গুজরাট
চেন্নাই 


17. সম্প্রতি গৌরী ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা করলো কোন দেশ ?
ভারত
পাকিস্তান
আফগানিস্থান
বাংলাদেশ 


18. সম্প্রতি প্রয়াত কল্পনা লাজমি কীসের জন্য বিখ্যাত ছিলেন ?
অভিনয়
সাংবাদিক
চলচ্চিত্র নির্মাতা
চিত্রশিল্পী 


19. দৌড়বিদ মিলখা সিং কত বছর বয়সে মারা গেলেন ?
৮৫ বছর
৮৯ বছর
৯১ বছর
৯৩ বছর 


20. ২০১৮ তে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন কোন খেলোয়াড় ? 
মহেন্দ্র সিং ধোনী
বিরাট কোহলি
রোহিত শর্মা
হিমা দাস 


21. ‘হামারো সিকিম পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল গঠন করলো কে ?
তামাং সিং
বিজয় তামাং
বাইচুং ভুটিয়া
রোশন গিরি 


22. সম্প্রতি বাংলাদেশ প্রথম মহাকাশ উপগ্রহ পাঠালো, তার নাম কি ? 
বঙ্গদেশ-১
বঙ্গবন্ধু-১
রূপসী বাংলা-১
বেঙ্গল স্যাট-১ 


23. ‘বান্টিং’ শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?
ফুটবল
ক্রিকেট
বেসবল
টেনিস 


24. ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি ?
তেলেঙ্গানা 
উত্তরাখণ্ড
অন্ধ্রপ্রদেশ
তামিলনাড়ু 


25. অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক কি ?
গোলাপ
ক্যাঙ্গারু
পরী
শ্বেত পদ্ম 


26. ভারতের জাতীয় পশুর নাম কি ?
রয়েল বেঙ্গল টাইগার
মেছো বিড়াল
সিংহ 
হরিণ 


27. ‘সারভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি’ এর প্রতিষ্ঠাতা কে ?
অ্যানি বেসান্ত
দাদাভাই নৌরজি
গোপালকৃষ্ণ গোখলে  
অরবিন্দ ঘোষ 


28. ২০১৮ সালের গোল্ডেন ম্যান বুকার জয়ী উপন্যাসটির নাম কি ?
The Failure
The History
The English Patient
কোনটিই নয় 


29. অন্ধ্রপ্রদেশ রাজ্য কোন গাছকে তাদের জাতীয় বৃক্ষ হিসাবে নির্বাচন করলো ?
বট গাছ
নিম গাছ
কাঁঠাল গাছ
শিওল গাছ


30. ‘InSight’ মিশন শুরু করলো কোন দেশের মহাকাশ সংস্থা ?
ভারত, ISRO
মার্কিন যুক্তরাষ্ট্র, NASA
চীন, CNSA
রাশিয়া, RFSA


31. Give the Antonym of ‘Lend’ :
Lendless
Borrow
Illend
Borrow


32. Choose the correctly spelt word :
Ascetic  
Assetic
Accetic
Acsetic


33. ‘I have seen the man.’ Here ‘have’ is used as –
An auxiliary
An infinite
A participle
A gerund


34. The rocket ____ the target. 
aimed
missed
sensed
reached 


35. Choose the Plural form of ‘Phenomenon’ :
Phenomenons
Phenomena
Phenomenones
Phenomenonse


36. Vice must end ____ misery.
in
on
for
with


37. The train is an hour ____.
on time
behind time
for the time being
in no time


38. ‘Ingenious’ means –
Skilful
Ingenuous
Indigenous
Indignant


39. Which is not the Synonym of ‘Abstinence’ ?
Abstention
Continuance
Forbearance
Self-indulgence


40. As ____ as a pig.
Fat
Big
Brunch
Brunt


41. He ____ the country.
ruled over  
over ruled
ruled by
over ruling


42. Find out the correct spelling.
Bureacracy
Burrucracy
Burocracy
Bureaucracy


43. ‘Who is habitually or often drunk; is called –
Drinkard
Drunk
Drinking
Drunkard


44. Give the Singular form of ‘Lives’ :
Live
Life  
Lively
None of these 


45. The correct Masculine Gender of ‘Ewe’ :
Sheep
Pig
Ship
Ram  


46. তিনটি সংখ্যার অনুপাত 2:3:4 এবং তাদের গুণফল 648; সংখ্যা তিনটির গ.সা.গু. হবে – 
3  
6
9
27 


47. এক অসৎ কাপড় ব্যবসায়ী ক্রয়মূল্যে দ্রব্যটি বিক্রয় করে কিন্তু কাপড় বিক্রি করার সময় প্রতি মিটার কাপড়ের পরিবর্তে 80 সেমি. কাপড় দেয়। ব্যক্তির শতকরা লাভ কত ?
16%
20%
25%  
30% 


48. 10 টাকায় 9 টি কলা কিনে 2 ডজন কত টাকায় বিক্রয় করলে তার 50% লাভ হবে ?
30 টাকায়
40 টাকায়
50 টাকায়
60 টাকায় 


49. 2 টাকায় 3 টি কলা কিনে 3 টাকায় 2 টি হিসেবে বিক্রয় করলে লাভের হাড় কত ?
110%
115%
120%
125%  


50. সমগ্র পৃথিবীতে জল ও স্থলের পরিমাণের অনুপাত 1:3 এবং দক্ষিণ গোলার্ধে তা 1:9।  উত্তর গোলার্ধের জল ও স্থলের অনুপাত কত ?
2:3
2:5
3:2
5:3


51. A ও B এর মাসিক আয়ের অনুপাত 6:5 এবং মাসিক ব্যয়ের অনুপাত 4:3। যদি উভয়েই মাসে 400 টাকা সঞ্চয় করে, তবে তাদের মাসিক আয়ের সমষ্টি কত টাকা ?
2200
2300
2400
2500 


52. বছরের শুরুতে A 4500 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর B 5400 টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেয়। বছরের শেষে উভয়ে 2:1 অনুপাতে লভ্যাংশ পেলে B কত মাস পরে ব্যবসাতে যোগ দেয় ?
4 মাস
5 মাস
6 মাস
7 মাস


53. 55, 60 ও 45 জন ছাত্রবিশিষ্ট কোনো ব্যাচের গড় নম্বর যথাক্রমে 50, 55, 60। সমস্ত ছাত্রদের গড় নম্বর কত ?
53.33
54.68
55 
কোনটিই নয়


54. প্রথম 20 টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় হল - 
17
19
20
22 


55. সাহেব ও সুজন একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে। সাহেব ঐ কাজটি একা 12 দিনে করতে পারে। সুজন একা কাজটি কত দিনে করবে ?
16
20
24  
30


56. A এর 2 দিনের কাজ, B এর 3 দিনের কাজের সমান। A যে কাজটি 8 দিনে করে, B সেই কাজটি কত দিনে করবে ?
12  
14
15
16 


57. দুটি স্থানের দূরত্ব 200 কিমি। একস্থান থেকে অন্য স্থানে ট্রেনে যেতে যে সময় লাগে, বাসে যেতে তার থেকে 3 ঘণ্টা বেশি সময় লাগে। বাস অপেক্ষা ট্রেনের গতিবেগ 15 কিমি/ঘণ্টা হলে, বাসের গতিবেগ কত ?
22 কিমি/ঘণ্টা
25 কিমি/ঘণ্টা  
26 কিমি/ঘণ্টা
28 কিমি/ঘণ্টা


58. 3 টি গাড়ির বেগের অনুপাত 2:3:4।  গাড়িগুলি সমদূরত্ব অতিক্রম করতে যে সময় নেবে তার অনুপাত – 
2:3:4
3:4:6
4:3:6
6:4:3  


59. সাহেবের আয় সুজনের থেকে 30% বেশি হলে, সুজনের আয় সাহেবের থেকে কত কম ?
21.03%
23.07%
26.12%
27.03%


60. পরীক্ষায় পাশ নম্বর 36%। এক ছাত্র 190 নম্বর 35 নম্বরের জন্য ফেল করলো। পরীক্ষায় মোট নম্বর কত ?
450
500
625
810


File Details:
PDF Name : WBSSC Group C Practice Set 01
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 07
Download Link : Click Here To Download

1 comment: