জেনারেল স্টাডিজ প্রশ্ন ও উত্তর | GK Album Part-128
![]() |
GK Album Part-128 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি গুরুত্বপূর্ণ জেনারেল স্টাডিজ প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর এই প্রশ্নগুলি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি এর পরীক্ষার এসেছিল।
GK Album Part-128
■ রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয় ?
উত্তরঃ ভিটামিন A।
■ আপনার ক্যারিজ হলে আপনি কার কাছে যাবেন ?
উত্তরঃ ডেন্টিস্ট।
■ ক্যাঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীক ?
উত্তরঃ অস্ট্রেলিয়া।
■ টোফু কিসের থেকে সৃষ্টি হয় ?
উত্তরঃ সয়াবিন দুধের দই।
■ পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ কোনটি ?
উত্তরঃ বৈকাল হ্রদ।
■ কোন স্তন্যপায়ী ডিম পাড়ে ?
উত্তরঃ হংসচঞ্চু।
■ ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয় ?
উত্তরঃ ড. বি.আর. আম্বেদকর।
■ 'বিগ ব্যাং' থিয়োরি কীসের বিবৃত করে ?
উত্তরঃ ব্রহ্মাণ্ডের সৃষ্টি।
■ মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয় ?
উত্তরঃ গ্যাম্বুসিয়া।
■ রাজ্য সরকারের মন্ত্রীরা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকেন ?
উত্তরঃ বিধানসভা।
■ ধ্যানচাঁদ কোন খেলার সাথে যুক্ত ছিলেন ?
উত্তরঃ হকি।
■ 'প্লেয়িং ইট মাই ওয়ে' গ্রন্থটির লেখক কে ?
উত্তরঃ সচীন তেন্ডুলকর।
■ কৌলিন্য প্রথার প্রচলন কে করেন ?
উত্তরঃ বল্লাল সেন।
■ বিশ্বভারতী অবস্থিত কোন জেলায়।
উত্তরঃ বীরভূম।
■ গতিধারা প্রকল্পটি কোন রাজ্য সরকার চালু করেছে ?
উত্তরঃ পশ্চিমবঙ্গ।
■ বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রষ্টা কে ছিলেন ?
উত্তরঃ প্রফুল্ল চন্দ্র রায়।
■ সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল ?
উত্তরঃ কৃষি।
■ কত সালে মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল ?
উত্তরঃ ১৯১১ সালে।
■ কোনটি পুনর্ভব শক্তি -
উত্তরঃ সৌরবিদ্যুৎ।
আগের পর্বঃ
No comments:
Post a Comment