পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষা স্পেশাল জিকে প্রশ্ন | WBSSC Group D GK in Bengali PDF
![]() |
| WBSSC Group D GK in Bengali PDF |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে WBSSC Group D GK in Bengali PDF টি শেয়ার করলাম। যেটিতে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষা স্পেশাল কতকগুলি জিকে প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে। যেগুলি আপনাদের আগত গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতিতে অনেকটা সাহায্য করবে। সুতরাং প্রশ্নোত্তরগুলি দেখে নিন এবং প্রয়োজনে নীচে দেওয়া লিংক থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।
West Bengal SSC Group D GK
০১.একটি মিশ্র স্নায়ুর উদাহরণ দাও।
উঃ ভেগাস।
০২.কালপেঁচা কার ছদ্মনাম?
উঃ বিনয় ঘোষ।
০৩.‘স্বত্ববিলোপ নীতি’ কে প্রবর্তন করেছিলেন?
উঃ লর্ড ডালহৌসি।
০৪.পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল?
উঃ ১৭৬১ খ্রিস্টাব্দে।
০৫.জার্মপ্লাজম তত্ত্বটি কে প্রবর্তন করেন?
উঃ বিজ্ঞানী ওয়াইসম্যান।
০৬.শ্বেত অভিসারিকা ছবিটি কার আঁকা?
উঃ অবনীন্দ্রনাথ ঠাকুর।
০৭.মানুষের দীর্ঘতম স্নায়ু কোনটি?
উঃ সায়াটিক স্নায়ু।
০৮.জর্ডনের রাজধানীর নাম কি?
উঃ আম্মান।
০৯.‘কাদম্বরী’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ বাণভট্ট।
১০.পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি?
উঃ নীল নদ।
১১.‘ভূমিকম্পের দেশ’ কাকে বলা হয়?
উঃ জাপানকে।
১২.মণিপুরের রাজধানীর নাম কি?
উঃ ইম্ফল।
১৩.রণথম্ভোর ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত?
উঃ রাজস্থান।
১৪.ককবরক কোন রাজ্যের ভাষা?
উঃ ত্রিপুরা।
১৫.পদার্থের চতুর্থ অবস্থার নাম কি?
উঃ প্লাজমা।
১৬. অক্সিজেনের সংযোজনকে কি বলে?
উঃ অক্সিডেশন।
১৭.উত্তরাখণ্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উঃ নন্দা দেবী।
১৮.কৈলাস মন্দির কোন রাজ্যে অবস্থিত?
উঃ মহারাষ্ট্র।
১৯.দাবা খেলার জন্ম হয় কোন দেশে?
উঃ ভারত।
২০.‘সাদা হাতির দেশ’ কাকে বলা হয়?
উঃ থাইল্যান্ডকে।
২১.‘লোকহিতবাদী’ ছদ্মনামে কে পরিচিত ছিলেন?
উঃ গোপাল হরি দেশমুখ।
২২.ব্যাঙের হৃদপিন্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে?
উঃ তিনটি।
২৩.ব্রহ্মপুত্র নদ কোথায় স্যাংপো নামে পরিচিত?
উঃ তিব্বতে।
২৪.দিল্লী কবে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়?
উঃ ১৯৫৬ সালে।
২৫.‘ভারতের দুধের বালতি’ কোন রাজ্যকে বলা হয়?
উঃ হরিয়ানা।
২৬.আধুনিক ভারতের জনক কাকে বলা হয়?
উঃ রাজা রামমোহন রায়কে।
২৭.সবচেয়ে হালকা ধাতু কোনটি?
উঃ লিথিয়াম।
২৮.সবচেয়ে হালকা গ্যাস কোনটি?
উঃ হাইড্রোজেন।
২৯.সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি?
উঃ হিলিয়াম।
৩০.কোন ফুটবলার কাইজার নামে পরিচিত?
উঃ জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার।
৩১.ব্যাঙের করোটি স্নায়ু কত জোড়া?
উঃ ১০ জোড়া।
৩২.কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়?
উঃ পিটুইটারি।
৩৩.কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়?
উঃ ভিটামিন সি।
৩৪.‘ফ্যাসিস্ট পার্টি’ কে প্রতিষ্ঠা করেন?
উঃ মুসোলিনি।
৩৫.দিল্লীতে সুলতানি শাসন কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১২০৬ খ্রিস্টাব্দে।
৩৬.বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?
উঃ হকি।
৩৭.তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
উঃ অক্ষয় কুমার দত্ত।
৩৮.পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন?
উঃ বাঁশী।
৩৯.কমনওয়েলথ এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উঃ লন্ডন।
৪০.‘মুদ্রারাক্ষস’ নাটকের রচয়িতা কে?
উঃ বিশাখদত্ত।
৪১.কবে প্রথম মহেঞ্জোদাড়ো আবিষ্কৃত হয়?
উঃ ১৯২২ সালে।
৪২.বায়ুর সমচাপ রেখাকে কি বলে?
উঃ আইসোবার।
৪৩.রাজ্যপালকে কে নিয়োগ করেন?
উঃ রাষ্ট্রপতি।
৪৪.‘দাক্ষিণাত্যের কাশী’ বলা হয় কোন শহরকে?
উঃ মাদুরাইকে।
৪৫.জাতীয় সুরক্ষা দিবস কবে পালিত হয়?
উঃ ৪ঠা মার্চ।
৪৬.শিশুদের রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
উঃ ভিটামিন ডি।
৪৭.আয়োডিনের অভাবে মানবদেহে কোন রোগটি হয়?
উঃ গলগণ্ড।
৪৮.শামুকের গমন পদ্ধতির নাম কি?
উঃ স্লিপিং।
৪৯.অস্কার পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়?
উঃ ১৯২৯ সাল।
৫০.কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?
উঃ বিজ্ঞানের জনপ্রিয়তা।
প্রশ্নোত্তরগুলির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : WBSSC Group D GK
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 02
Download Link : Click Here To Download

No comments:
Post a Comment