জেনারেল স্টাডিজ প্রশ্ন ও উত্তর | GK Album Part-130
![]() |
GK Album Part-130 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে জেনারেল স্টাডিজ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -
GK Album Part-130
■ তরল পদার্থের ফোঁটা গোলাকৃতি হওয়ার কারণ -
উত্তরঃ পৃষ্ঠটান।
■ LPG এর Full Form কি ?
উত্তরঃ Liquefied Petroleum Gas.
■ কোন বিষয়ে বুকার পুরস্কার প্রদান করা হয় ?
উত্তরঃ সাহিত্য।
■ GDP এর Full Form কি ?
উত্তরঃ Gross Domestic Product.
■ সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি ?
উত্তরঃ বৃহস্পতি।
■ বামন গ্রহ সেরেস কোন কোন গ্রহের মাঝখানে অবস্থিত ?
উত্তরঃ মঙ্গল ও বৃহস্পতি।
■ The Comet Disturber কোন গ্রহের অপর নাম ?
উত্তরঃ বৃহস্পতি।
■ বাংলায় অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ সতীশচন্দ্র বসু।
■ চা উৎপাদনে ভারত বিশ্বে কোন স্থান অধিকার করে ?
উত্তরঃ দ্বিতীয়।
■ স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তরঃ লর্ড মাউন্টব্যাটেন।
আগের পর্বঃ
No comments:
Post a Comment