WBSSC Group C Syllabus in Bengali PDF Download | WBSSC গ্রুপ সি সিলেবাস PDF
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্ট হিসাবে থাকছে WBSSC Group C Syllabus in Bengali PDF; যেটির মধ্যে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি (ক্লার্ক) পরীক্ষার সিলেবাসটি খুব সুন্দর করে দেওয়া রয়েছে। যার মাধ্যমে তোমরা এই পরীক্ষার প্রস্তুতি সঠিকভাবে নিতে পারবে।
সুতরাং সময় নষ্ট না করে সিলেবাসটি দেখে নাও এবং প্রয়োজন বোধে নীচ থেকে সিলেবাসটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও, যাতে করে তোমরা অফলাইনেও এটা পড়তে পারো।
নম্বর বিভাজন
■ মোট পরীক্ষাঃ ১০০ নম্বর
■ লিখিত পরীক্ষাঃ ৬০ নম্বর
■ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনঃ ১০ নম্বর
■ টাইপিং টেস্ট/কম্পিউটারে দক্ষতাঃ ২৫ নম্বর
■ ইন্টারভিউ/পার্সোনালিটি টেস্টঃ ৫ নম্বর
লিখিত পরীক্ষার ধরণ
বিষয় | প্রশ্ন সংখ্যা | নম্বর |
---|---|---|
জেনারেল নলেজ | ১৫ | ১৫ |
কারেন্ট অ্যাফেয়ার্স | ১৫ | ১৫ |
ইংরাজি | ১৫ | ১৫ |
পাটিগণিত | ১৫ | ১৫ |
মোট | ৬০ | ৬০ |
■ পরীক্ষার সময়ঃ ৬০ মিনিট
■ প্রশ্নের ধরণঃ MCQ
■ প্রশ্নের মানঃ ১নম্বর করে
লিখিত পরীক্ষার সিলেবাস
ক. জেনারেল নলেজঃ তোমার চারপাশের পরিবেশ এবং সমাজের উপর তার প্রভাব।
খ. কারেন্ট অ্যাফেয়ার্সঃ সাম্প্রতিক ইভেন্ট (ভারত এবং অন্যান্য দেশ) - বিশেষত খেলাধুলা, ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, ভূগোল, অর্থনৈতিক বিজ্ঞান, রাজনীতি, ভারতের সংবিধান এবং বৈজ্ঞানিক গবেষণা প্রভৃতি।
গ. জেনারেল ইংলিশঃ শব্দতালিকা, ব্যাকরণ, বাক্যের কাঠামো, সমার্থক শব্দ, বিপরীত শব্দ এবং এদের সঠিক ব্যবহার।
ঘ. পাটিগণিতঃ সরলীকরণ, দশমিক, আবৃত্ত দশমিক, বিভাজ্যতা, ভগ্নাংশ, ল.সা.গু. ও গ.সা.গু., অংশীদারি কারবার, গড়, অনুপাত ও সমানুপাত, শতকরা, লাভ ও ক্ষতি, ছাড়, সরল সুদ, সময় ও কার্য, সময় এবং দূরত্ব প্রভৃতি।
PDF Name : WBSSC Group C Syllabus
Language : Bengali
Size : 0.2 mb
No. of Pages : 01
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment