সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | GK Album Part-126
![]() |
GK Album Part-126 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
GK Album Part-126
■ অ্যাঞ্জেল জলপ্রপাতটি কোথায় অবস্থিত ?
উত্তরঃ ভেনেজুয়েলাতে। ভেনেজুয়েলা হল দক্ষিণ আমেরিকা একটি দেশ।
■ কোন গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত ?
উত্তরঃ নাইট্রোজেন। বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ প্রায় ৭৮ শতাংশ।
■ মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি ?
উত্তরঃ ৪৬টি।
■ বিশ্ব ধরিত্রী দিবস কবে পালন করা হয় ?
উত্তরঃ ২২শে এপ্রিল।
■ আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন -
উত্তরঃ ডিনামাইট।
■ রামসার সাইট কথাটি কীসের সঙ্গে সম্পর্কিত ?
উত্তরঃ জলাভূমি।
■ ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ মহারাষ্ট্র।
■ আনন্দমঠ গ্রন্থের লেখক কে ?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
■ তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে কত সালে ?
উত্তরঃ ২০১৪ সালে। এটিই ভারতের সর্বশেষ নবগঠিত রাজ্য।
■ মহেঞ্জোদাড়ো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন ?
উত্তরঃ রাখালদাস ব্যানার্জি।
আগের পর্বঃ
No comments:
Post a Comment