Breaking







Sunday, 27 June 2021

WBSSC Group C Exam Special GK in Bengali PDF

WBSSC Group C Exam Special GK in Bengali PDF | WBSSC ক্লার্ক জিকে PDF

WBSSC Group C Exam Special GK in Bengali PDF
WBSSC Group C Exam Special GK in Bengali PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি বা ক্লার্ক পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সঠিকভাবে প্রস্তুত করে তুলতে আজ তোমাদের জন্যে রইলো WBSSC Group C Exam Special GK in Bengali PDF, যেটির মধ্যে WBSSC গ্রুপ সি পরীক্ষা স্পেশাল পঞ্চাশটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে।

সুতরাং সময় নষ্ট না করে WBSSC গ্রুপ সি পরীক্ষা স্পেশাল জিকে প্রশ্ন ও উত্তর গুলি দেখে নাও এবং তার ঠিক নীচ থেকে প্রশ্নোত্তরের পিডিএফটি ডাউনলোড করে নাও।

WBSSC Group C Exam Special GK

০১. ক্লোরোফর্ম কে আবিষ্কার করেন ?
উত্তরঃ সিম্পসন।

০২. রাষ্ট্রপুঞ্জের পতাকায় কী কী রং থাকে ?
উত্তরঃ সাদা ও নীল। 

০৩. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ নিউইয়র্কে।

০৪. ভারতের জাতীয় পতাকার নকশা কে করেছিলেন ?
উত্তরঃ পিঙ্গালি ভেঙ্কাইয়া।

০৫. কত সালে কলকাতা থেকে দিল্লীতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয় ?
উত্তরঃ ১৯১১ সালে।

০৬. কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৮৫৭ সালে।

০৭. মানুষের শরীরে পাঁজর সংখ্যা কত ?
উত্তরঃ ২৪টি।

০৮. জাপানের পার্লামেন্টের নাম কি ?
উত্তরঃ ডায়েট।

০৯. লোকসভার সাধারণ নির্বাচনের পর অধিবেশনের আরম্ভে কে বক্তৃতা দেন ?
উত্তরঃ রাষ্ট্রপতি।

১০. টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল ?
উত্তরঃ শ্রীরঙ্গপত্তম।

১১. কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় ?
উত্তরঃ আয়ন বায়ুকে।

১২. ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ এ.ও. হিউম।

১৩. কোষের শক্তিঘর কাকে বলে ?
উত্তরঃ মাইটোকন্ডিয়াকে।

১৪. পঞ্চায়েত কার্যনির্বাহক আধিকারিককে কি বলে ?
উত্তরঃ বি.ডি.ও.।

১৫. কোন কবিকে পদাতিক কবি বলা হয় ?
উত্তরঃ সুভাষ মুখোপাধ্যায়কে।

১৬. রাষ্ট্রসংঘ দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ২৪শে অক্টোবর।

১৭. এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি ?
উত্তরঃ ইয়াং সি কিয়াং। 

১৮. হৃৎপিণ্ড কোন পর্দা দ্বারা আবৃত থাকে ?
উত্তরঃ পেরিকার্ডিয়াম।

১৯. শিলাদিত্য উপাধি কে ধারণ করেছিলেন ?
উত্তরঃ হর্ষবর্ধন।

২০. লোহিত রক্তকণিকার গড় আয়ু কত ?
উত্তরঃ ১২০ দিন।

২১. খালসা প্রথা কে প্রবর্তন করেন ?
উত্তরঃ গুরু গোবিন্দ সিং।

২২. কেশরী পত্রিকার সম্পাদক কে ?
উত্তরঃ বাল গঙ্গাধর তিলক।

২৩. শ্রীরঙ্গপত্তনের সন্ধি কবে হয় ?
উত্তরঃ ১৭৯২ খ্রিস্টাব্দে।

২৪. ভারতের কোন রাজ্যকে মশলার বাগান বলা হয় ?
উত্তরঃ কেরালা।

২৫. ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয় ?
উত্তরঃ অগ্ন্যাশয়।

২৬. ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন ?
উত্তরঃ হীরালাল জে. কানাইয়া।

২৭. চলমান বস্তুর গতিমাপক যন্ত্রের নাম কি ? 
উত্তরঃ স্পিডোমিটার।

২৮. আফগানিস্তানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তরঃ নোশাক।

২৯. অজন্তা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ মহারাষ্ট্র।

৩০. কবে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় ?
উত্তরঃ ১৯৬৫ সালে।

৩১. হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায় ?
উত্তরঃ ৭৬ বছর।

৩২. ব্যাডমিন্টন খেলার সূচনা হয় কোন দেশে ?
উত্তরঃ ভারতে।

৩৩. ‘কুমারসম্ভব’ কে লিখেছিলেন ?
উত্তরঃ কালিদাস।

৩৪. হুড্রু জলপ্রপাত কোথায় অবস্থিত ?
উত্তরঃ ঝাড়খণ্ডে।

৩৫. বায়ুতে অক্সিজেনের পরিমাণ কত ?
উত্তরঃ প্রায় ২১ শতাংশ।

৩৬. ক্রোমোজোম কে আবিষ্কার করেন ?
উত্তরঃ স্ট্রেসবার্জার।

৩৭. বিশ্ব জল দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ২২শে মার্চ।

৩৮. ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় ?
উত্তরঃ স্কার্ভি।

৩৯. কোন শ্বেত রক্তকণিকা হেপারিন নিঃসরণ করে ?
উত্তরঃ বেসোফিল।

৪০. ক্যালকুলাস কে আবিষ্কার করেন ?
উত্তরঃ আইজ্যাক নিউটন।

৪১. অষ্টমুদি জলাভূমি কোথায় অবস্থিত ?
উত্তরঃ কেরলে।

৪২. ডিএনএ এর পুরো নাম কি ?
উত্তরঃ ডিঅক্সিরাইবো নিউক্লিক এসিড।

৪৩. ইসরো এর পুরো নাম কি ?
উত্তরঃ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন।

৪৪. কত সালে সুন্দরবনকে রামসার সাইটের মর্যাদা দেওয়া হয় ?
উত্তরঃ ২০১৯ সালে।

৪৫. স্টেথোস্কোপ কে আবিষ্কার করেছিলেন ?
উত্তরঃ আর.টি.এইচ. লায়েনক।

৪৬. কবে ময়ূরকে ভারতের জাতীয় পাখি হিসাবে স্বীকৃতি দেওয়া হয় ?
উত্তরঃ ১৯৬৩ সালে।

৪৭. কোন পদার্থের গলনে আয়তন হ্রাস পায় ?
উত্তরঃ বরফ।

৪৮. রিয়াল কোন দেশের মুদ্রা ?
উত্তরঃ ইরান।

৪৯. মারডেকা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ ফুটবল।

৫০. পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি ?
উত্তরঃ পামির মালভূমি।

File Details:
PDF Name : WBSSC Group C Exam Special GK
Language : Bengali
Size : 0.5 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download

No comments:

Post a Comment