WBSSC Group C Exam Special GK in Bengali PDF | WBSSC ক্লার্ক জিকে PDF
![]() |
WBSSC Group C Exam Special GK in Bengali PDF |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি বা ক্লার্ক পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সঠিকভাবে প্রস্তুত করে তুলতে আজ তোমাদের জন্যে রইলো WBSSC Group C Exam Special GK in Bengali PDF, যেটির মধ্যে WBSSC গ্রুপ সি পরীক্ষা স্পেশাল পঞ্চাশটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে।
সুতরাং সময় নষ্ট না করে WBSSC গ্রুপ সি পরীক্ষা স্পেশাল জিকে প্রশ্ন ও উত্তর গুলি দেখে নাও এবং তার ঠিক নীচ থেকে প্রশ্নোত্তরের পিডিএফটি ডাউনলোড করে নাও।
WBSSC Group C Exam Special GK
০১. ক্লোরোফর্ম কে আবিষ্কার করেন ?
উত্তরঃ সিম্পসন।
০২. রাষ্ট্রপুঞ্জের পতাকায় কী কী রং থাকে ?
উত্তরঃ সাদা ও নীল।
০৩. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ নিউইয়র্কে।
০৪. ভারতের জাতীয় পতাকার নকশা কে করেছিলেন ?
উত্তরঃ পিঙ্গালি ভেঙ্কাইয়া।
০৫. কত সালে কলকাতা থেকে দিল্লীতে ভারতের রাজধানী স্থানান্তরিত হয় ?
উত্তরঃ ১৯১১ সালে।
০৬. কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৮৫৭ সালে।
০৭. মানুষের শরীরে পাঁজর সংখ্যা কত ?
উত্তরঃ ২৪টি।
০৮. জাপানের পার্লামেন্টের নাম কি ?
উত্তরঃ ডায়েট।
০৯. লোকসভার সাধারণ নির্বাচনের পর অধিবেশনের আরম্ভে কে বক্তৃতা দেন ?
উত্তরঃ রাষ্ট্রপতি।
১০. টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল ?
উত্তরঃ শ্রীরঙ্গপত্তম।
১১. কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় ?
উত্তরঃ আয়ন বায়ুকে।
১২. ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ এ.ও. হিউম।
১৩. কোষের শক্তিঘর কাকে বলে ?
উত্তরঃ মাইটোকন্ডিয়াকে।
১৪. পঞ্চায়েত কার্যনির্বাহক আধিকারিককে কি বলে ?
উত্তরঃ বি.ডি.ও.।
১৫. কোন কবিকে পদাতিক কবি বলা হয় ?
উত্তরঃ সুভাষ মুখোপাধ্যায়কে।
১৬. রাষ্ট্রসংঘ দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ২৪শে অক্টোবর।
১৭. এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি ?
উত্তরঃ ইয়াং সি কিয়াং।
১৮. হৃৎপিণ্ড কোন পর্দা দ্বারা আবৃত থাকে ?
উত্তরঃ পেরিকার্ডিয়াম।
১৯. শিলাদিত্য উপাধি কে ধারণ করেছিলেন ?
উত্তরঃ হর্ষবর্ধন।
২০. লোহিত রক্তকণিকার গড় আয়ু কত ?
উত্তরঃ ১২০ দিন।
২১. খালসা প্রথা কে প্রবর্তন করেন ?
উত্তরঃ গুরু গোবিন্দ সিং।
২২. কেশরী পত্রিকার সম্পাদক কে ?
উত্তরঃ বাল গঙ্গাধর তিলক।
২৩. শ্রীরঙ্গপত্তনের সন্ধি কবে হয় ?
উত্তরঃ ১৭৯২ খ্রিস্টাব্দে।
২৪. ভারতের কোন রাজ্যকে মশলার বাগান বলা হয় ?
উত্তরঃ কেরালা।
২৫. ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয় ?
উত্তরঃ অগ্ন্যাশয়।
২৬. ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন ?
উত্তরঃ হীরালাল জে. কানাইয়া।
২৭. চলমান বস্তুর গতিমাপক যন্ত্রের নাম কি ?
উত্তরঃ স্পিডোমিটার।
২৮. আফগানিস্তানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তরঃ নোশাক।
২৯. অজন্তা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ মহারাষ্ট্র।
৩০. কবে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় ?
উত্তরঃ ১৯৬৫ সালে।
৩১. হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায় ?
উত্তরঃ ৭৬ বছর।
৩২. ব্যাডমিন্টন খেলার সূচনা হয় কোন দেশে ?
উত্তরঃ ভারতে।
৩৩. ‘কুমারসম্ভব’ কে লিখেছিলেন ?
উত্তরঃ কালিদাস।
৩৪. হুড্রু জলপ্রপাত কোথায় অবস্থিত ?
উত্তরঃ ঝাড়খণ্ডে।
৩৫. বায়ুতে অক্সিজেনের পরিমাণ কত ?
উত্তরঃ প্রায় ২১ শতাংশ।
৩৬. ক্রোমোজোম কে আবিষ্কার করেন ?
উত্তরঃ স্ট্রেসবার্জার।
৩৭. বিশ্ব জল দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ২২শে মার্চ।
৩৮. ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় ?
উত্তরঃ স্কার্ভি।
৩৯. কোন শ্বেত রক্তকণিকা হেপারিন নিঃসরণ করে ?
উত্তরঃ বেসোফিল।
৪০. ক্যালকুলাস কে আবিষ্কার করেন ?
উত্তরঃ আইজ্যাক নিউটন।
৪১. অষ্টমুদি জলাভূমি কোথায় অবস্থিত ?
উত্তরঃ কেরলে।
৪২. ডিএনএ এর পুরো নাম কি ?
উত্তরঃ ডিঅক্সিরাইবো নিউক্লিক এসিড।
৪৩. ইসরো এর পুরো নাম কি ?
উত্তরঃ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন।
৪৪. কত সালে সুন্দরবনকে রামসার সাইটের মর্যাদা দেওয়া হয় ?
উত্তরঃ ২০১৯ সালে।
৪৫. স্টেথোস্কোপ কে আবিষ্কার করেছিলেন ?
উত্তরঃ আর.টি.এইচ. লায়েনক।
৪৬. কবে ময়ূরকে ভারতের জাতীয় পাখি হিসাবে স্বীকৃতি দেওয়া হয় ?
উত্তরঃ ১৯৬৩ সালে।
৪৭. কোন পদার্থের গলনে আয়তন হ্রাস পায় ?
উত্তরঃ বরফ।
৪৮. রিয়াল কোন দেশের মুদ্রা ?
উত্তরঃ ইরান।
৪৯. মারডেকা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ ফুটবল।
৫০. পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি ?
উত্তরঃ পামির মালভূমি।
File Details:
PDF Name : WBSSC Group C Exam Special GK
Language : Bengali
Size : 0.5 mb
No. of Pages : 03
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment