Breaking







Monday, 28 June 2021

জেনারেল স্টাডিজ প্রশ্ন ও উত্তর | GK Album Part-129

জেনারেল স্টাডিজ প্রশ্ন ও উত্তর | GK Album Part-129

জেনারেল স্টাডিজ প্রশ্ন ও উত্তর | GK Album Part-129
GK Album Part-129
কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে জেনারেল স্টাডিজ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -

GK Album Part-129

 রাওলাট অ্যাক্ট কোন সালে প্রতিষ্ঠিত হয় ? 
উত্তরঃ ১৯১৯ সালে। 

 কে দিল্লীতে জামা মসজিদ তৈরি করেছিলেন ?
উত্তরঃ শাহজাহান। 

 মহাভারত অনুযায়ী অভিমন্যুর মা কে ?
উত্তরঃ সুভদ্রা। 

 কত্থক ধ্রুপদী নৃত্য কোথাকার ?
উত্তরঃ উত্তর ভারত। 

 ভারতের একমাত্র রাজ্য যারা কেশর তৈরি করে - 
উত্তরঃ জম্মু ও কাশ্মীর।

 কে প্রথম ভারতীয় যে অলিম্পিকে নিজস্ব মেডেল জেতে ?
উত্তরঃ কে.ডি. যাদব।

 কাকে ইংরেজি কবিতার জনক বলা হয় ?
উত্তরঃ জিওফ্রে চসার।

 আমজাদ আলী খাঁ কোন যন্ত্র সঙ্গীতের সঙ্গে যুক্ত ?
উত্তরঃ সরোদ।

 গরমপানি স্যাংচুয়ারি কোথায় অবস্থিত ?
উত্তরঃ দীপু, অসম।

 লাইট ইয়ার হল কিসের ইউনিট ?
উত্তরঃ দূরত্ব।

আগের পর্বঃ

No comments:

Post a Comment