সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | GK Album Part-127
![]() |
GK Album Part-127 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
GK Album Part-127
■ গ্যানিমিড কোন গ্রহের উপগ্রহ ?
উত্তরঃ বৃহস্পতি।
■ পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ কলকাতা।
■ ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ কেশবচন্দ্র সেন।
■ মেঘের আবাস বলা হয় কোন রাজ্যকে ?
উত্তরঃ মেঘালয়।
■ মানুষের অক্ষিগোলকের স্তর কয়টি ?
উত্তরঃ ৩টি।
■ অক্ষিগোলকের প্রাচীরের নাম কি ?
উত্তরঃ রেটিনা।
■ ক্যালকুলাস কে আবিষ্কার করেন ?
উত্তরঃ নিউটন।
■ রাষ্ট্রগুরু নামে কে পরিচিত ?
উত্তরঃ সুরেন্দ্রনাথ বন্ধ্যোপাধ্যায়।
■ আনন্দমঠ কবে প্রথম প্রকাশিত হয় ?
উত্তরঃ ১৮৮২ সালে।
■ দ্বিতীয় পরশুরাম কাকে বলা হয় ?
উত্তরঃ মহাপদ্ম নন্দকে।
আগের পর্বঃ
No comments:
Post a Comment