Sunday, 20 June 2021

জিকে প্রশ্ন ও উত্তর | GK Album Part-125

জিকে প্রশ্ন ও উত্তর | GK Album Part-125

জিকে প্রশ্ন ও উত্তর | GK Album Part-125
GK Album Part-125
কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কতকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও।

GK Album Part-125

 বায়ুর আদ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি ? 
উত্তরঃ হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আদ্রতা মাপা হয়।

 ছোটনাগপুর মালভূমির প্রধান নদী কোনটি ? 
উত্তরঃ দামোদর।

 কে 'বাংলা চুক্তি' গড়ে তোলেন ?
উত্তরঃ চিত্তরঞ্জন দাশ।

 ইকনমিক হিস্ট্রি অব ইন্ডিয়া গ্রন্থটির কে রচনা করেন ?
উত্তরঃ রমেশচন্দ্র দত্ত।

 ব্রহ্মানন্দ নামে কে পরিচিত ছিলেন ?
উত্তরঃ কেশব চন্দ্র সেন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই উপাধিটি দিয়েছিলেন।

 পারদের অপর নাম  কি ? 
উত্তরঃ মারকারী।

 ভারতের প্যারিস কাকে বলা হয় ?
উত্তরঃ জয়পুর।

 ভারতের উদ্যান নগরী কোন শহরকে বলা হয় ?
উত্তরঃ বেঙ্গালুরু।

 পল্লব বংশের রাজধানীর নাম কি ? 
উত্তরঃ কাঞ্চী।

 ভারতের বর্তমান উপ রাষ্ট্রপতির নাম কি ? 
উত্তরঃ ভেঙ্কাইয়া নাইডু।

আগের পর্বঃ

No comments:

Post a Comment