Breaking



Saturday 16 March 2024

প্রথম পুরস্কার জয়ী ভারতীয় তালিকা PDF | প্রথম পুরস্কার প্রাপক ভারতীয়

প্রথম পুরস্কার জয়ী ভারতীয় তালিকা PDF | প্রথম পুরস্কার প্রাপক ভারতীয় | First Indian Award Winner

প্রথম পুরস্কার জয়ী ভারতীয় তালিকা PDF | প্রথম পুরস্কার প্রাপক ভারতীয় | First Indian Award Winner
প্রথম পুরস্কার জয়ী ভারতীয় তালিকা PDF | প্রথম পুরস্কার প্রাপক ভারতীয়
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে প্রথম পুরস্কার জয়ী ভারতীয় তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয়দের তালিকা দেওয়া আছে। চাকরির পরীক্ষাতে ভারতের প্রথম নোবেল বিজয়ী কে? প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পান? প্রথম অস্কার জয়ী ভারতীয় কে? ইত্যাদি প্রশ্ন এসে থাকে। সুতরাং তালিকাটি দেখে নাও এবং প্রয়োজনে তালিকাটির পিডিএফটি সংগ্রহ করে নাও।

প্রথম পুরস্কার জয়ী ভারতীয়

পুরস্কার প্রথম বিজয়ী
প্রথম ভারতীয় নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর
বৈজ্ঞানিক হিসাবে প্রথম নোবেল পান স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রামন
প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পান বিশ্বনাথন আনন্দ
মহিলা হিসাবে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পান কর্ণম মালেশ্বরী
প্রথম ভারতরত্ন পান রাজাগোপালাচারী
মহিলা হিসাবে প্রথম ভারতরত্ন পান ইন্দিরা গান্ধী
রাষ্ট্রপতি হিসাবে প্রথম ভারতরত্ন পান ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ
খেলোয়াড় হিসাবে প্রথম ভারতরত্ন পান শচীন তেন্ডুলকার
শিল্পপতি হিসাবে প্রথম ভারতরত্ন পান জে. আর. ডি. টাটা
বৈজ্ঞানিক হিসাবে প্রথম ভারতরত্ন পান সি.ভি. রমন
মরণোত্তর প্রথম ভারতরত্ন পান লাল বাহাদুর শাস্ত্রী
প্রথম পরমবীর চক্র পান মেজর সোমনাথ শর্মা
প্রথম অশোক চক্র পান নায়েক নরবাহাদুর থাপা, ফ্লাইট লেফটেন্যান্ট সুহাস বিশ্বাস, হাবিলদার বচিত্তর সিং
মহিলা হিসাবে প্রথম অশোক চক্র পান নির্জা ভানত
প্রথম অস্কার জয়ী ভারতীয় ভানু আথাইয়া
প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পান আর.কে. নারায়ণ
মহিলা হিসাবে প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পান অমৃতা প্রীতম
প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান জি. সংকরা কুরূপ
মহিলা হিসাবে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান আশাপূর্না দেবী
ক্রিকেটার হিসাবে প্রথম অর্জুন পুরস্কার পান সালিম দুরানী
প্রথম ধ্যানচাঁদ পুরস্কার পান সাহুরাজ বিরাজদার, অশোক দিবান, অপর্ণা ঘোষ
প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার পান দেবিকা রাণী
প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড রীতা ফারিয়া
প্রথম ভারতীয় মিস ইউনিভার্স সুস্মিতা সেন

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : First Indian Award Winner
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download

No comments:

Post a Comment