ভারতের বিভিন্ন রাজ্যের স্থানান্তর কৃষির নাম তালিকা PDF || ভারতের স্থানান্তর কৃষি
![]() |
ভারতের বিভিন্ন রাজ্যের স্থানান্তর কৃষির নাম তালিকা PDF |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভূগোল বিষয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় কৃষিকাজের একটি টপিক হিসাবে ভারতের বিভিন্ন রাজ্যের স্থানান্তর কৃষির নামের তালিকার PDF; যেটির মধ্যে ভারতের বিভিন্ন রাজ্য ও সেই রাজ্যের স্থানান্তর কৃষি কি নামে পরিচিত তার একটি সুন্দর তালিকা দেওয়া আছে।
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় আসামের স্থানান্তর কৃষি কি নামে পরিচিত ? বা কেরালার স্থানান্তর কৃষি কি নামে পরিচিত ? এই ধরণের প্রশ্ন এসে থাকে। তাই আর সময় অপচয় না করে তালিকাটি দেখে নাও এবং নীচ থেকে তালিকাটির পিডিএফটি সংগ্রহ করে নাও।
ভারতের বিভিন্ন রাজ্যের স্থানান্তর কৃষির নাম
স্থানান্তর কৃষি | রাজ্য |
---|---|
ঝুম | আসাম |
পোনাম | কেরালা |
পোদু | অন্ধ্রপ্রদেশ |
কুরুয়া | ঝাড়খণ্ড |
ওয়ালত্রে | রাজস্থান |
কুমারী | পশ্চিমঘাট |
পোদু | ওড়িশা |
কোমান | ওড়িশা |
বৃঙ্গা | ওড়িশা |
পামা দাবি | ওড়িশা |
পামলৌ | মণিপুর |
দীপা | ছত্তিশগড় |
বিওয়ার | মধ্যপ্রদেশ |
মাখান | মধ্যপ্রদেশ |
পেন্দা | মধ্যপ্রদেশ |
বেরা | মধ্যপ্রদেশ |
File Details:
PDF Name : ভারতের বিভিন্ন রাজ্যের স্থানান্তর কৃষির নাম
Language : Bengali
Size : 0.1 mb
No. of Pages : 01
Download Link : Click Here To Download
More PDF | Download Link |
---|---|
বিভিন্ন দেশের তৃণভূমি | Click Here |
বিভিন্ন দেশের স্থানান্তর কৃষি | Click Here |
No comments:
Post a Comment