বিভিন্ন দেশের স্থানান্তর কৃষির নাম তালিকা PDF || List of Local Names of Shifting Cultivation
![]() |
| বিভিন্ন দেশের স্থানান্তর কৃষির নাম তালিকা PDF |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভূগোল বিষয়ের উল্লেখযোগ্য অধ্যায় কৃষিকাজের একটি টপিক হিসাবে বিভিন্ন দেশের স্থানান্তর কৃষির নামের তালিকার PDF; যেটির মধ্যে বিভিন্ন দেশ ও সেই দেশের স্থানান্তর কৃষি কি নামে পরিচিত তার একটি সুন্দর তালিকা দেওয়া আছে।
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ব্রাজিলের স্থানান্তর কৃষি কি নামে পরিচিত ? ইন্দোনেশিয়ার স্থানান্তর কৃষি কি নামে পরিচিত ? প্রভৃতি ধরণের প্রশ্ন এসে থাকে। তাই আর সময় নষ্ট না করে তালিকাটি দেখে নাও এবং নীচ থেকে তালিকাটির পিডিএফটি সংগ্রহ করে নাও।
বিভিন্ন দেশের স্থানান্তর কৃষির নাম
| স্থানান্তর কৃষি | দেশ |
|---|---|
| রোকা | ব্রাজিল |
| চেনা | শ্রীলঙ্কা |
| তামরাই | থাইল্যান্ড |
| বাংলাদেশ | ঝুম |
| লোগান | পশ্চিম আফ্রিকা |
| কোমাইল, মিলপা | মেক্সিকো |
| হুমা | ইন্দোনেশিয়া |
| কোনুকা | ভেনেজুয়েলা |
| লাদাং | মালয়েশিয়া |
| কাইঞ্জিন | ফিলিপাইন |
| মাসোল | কঙ্গো |
| তঙ্গিয়া | মায়ানমার |
| রে | ভিয়েতনাম |
| তাভি | মাদাগাস্কার |
| ফ্যাং | নিরক্ষীয় আফ্রিকান দেশ |
| মিলপা | মধ্য আমেরিকা |
| চেতেমিনি | উগান্ডা |
| চেতেমিনি | জাম্বিয়া |
| চেতেমিনি | জিম্বাবয়ে |
| ঝুম, পোদু, বিওয়ার | ভারত |
File Details:
PDF Name : List of Local Names of Shifting Cultivation
Language : Bengali
Size : 0.2 mb
No. of Pages : 02
Download Link : Click Here To Download
| More PDF | Download Link |
|---|---|
| ভারতের বিভিন্ন উপজাতি | Click Here |
| বিভিন্ন স্থানীয় বায়ু | Click Here |

No comments:
Post a Comment