GK Album Part-103 || জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-103 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-103; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আর এই পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের জিকে ভাণ্ডারকে ধীরে ধীরে বাড়িয়ে তুলতে সক্ষম হবে।
GK Album Part-103
■ তুলসীদাস কার আমলে রামচরিত মানস রচনা করেছিলেন ?
উত্তরঃ আকবর।
■ ‘আইহোল প্রশস্তি’ কে রচনা করেন ?
উত্তরঃ রবিকীর্তি।
■ লালারসের কোন উপাদানটি জীবাণুনাশক হিসাবে কাজ করে ?
উত্তরঃ লাইসোজাইম।
■ কোলেস্টেরল কোথায় উৎপন্ন হয় ?
উত্তরঃ যকৃত।
■ সবচেয়ে দ্রুতগামী গ্রহ কোনটি ?
উত্তরঃ বুধ।
■ বর্তমানে সৌরজগতের গ্রহ কয়টি ?
উত্তরঃ আটটি।
■ সোয়ান কোষ কোথায় দেখা যায় ?
উত্তরঃ অ্যাক্সনে।
■ অযৌন জননের একক কি ?
উত্তরঃ রেণু।
■ কবে ব্রিটেন থেকে দাসপ্রথার বিলোপ হয় ?
উত্তরঃ ১৮৩৩ সালে।
■ ‘The Famished Road’ বইটি কে রচনা করেছিলেন ?
উত্তরঃ বেন ওকরি।
No comments:
Post a Comment