Breaking







Saturday, 10 April 2021

ভারতের বিভিন্ন উপজাতির তালিকা PDF

ভারতের বিভিন্ন উপজাতির তালিকা PDF || Major Tribes in India State Wise in Bengali || কোন রাজ্যে কোন উপজাতি দেখা যায়

ভারতের বিভিন্ন উপজাতির তালিকা PDF
ভারতের বিভিন্ন উপজাতির তালিকা PDF

কলম 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভারতের বিভিন্ন উপজাতির তালিকা PDF; যেটির মধ্যে ভারতের বিভিন্ন রাজ্য ও সেই রাজ্যে কোন কোন উপজাতি বসবাস করে বা দেখা যায় তার একটি সুন্দর তালিকা দেওয়া আছে, বিভিন্ন পরীক্ষায় এই টপিকটি থেকে প্রশ্ন এসে থাকে। 

          সুতরাং সময় অপচয় না করে, তালিকাটি খুব ভালো করে দেখে নাও এবং অফলাইনে যখন ইচ্ছা পড়ার জন্য নীচ থেকে তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও। 

ভারতের বিভিন্ন উপজাতি

রাজ্যউপজাতি
পশ্চিমবঙ্গভুটিয়া, লোধা, অসুর, ভূমিজ, বিরহর, মাহালী, মালপাহাড়িয়া
আসাম খাসি, মিকির, চুটিয়া, চাকমা, অবর, বোরা, কাচারি
ত্রিপুরা  ভুটিয়া, চাকমা, গারো, কুকি, লুসাই
মধ্যপ্রদেশ কোল, ভিল, গোণ্ড, মুরিয়া, বৈগা, খারিয়া, ভারিয়া
নাগাল্যান্ড অঙ্গামি, লোথা, কন্যাক, সিমা, সাংটম, নাগা
মিজোরাম মিজো, লুসাই, মিরাশ, হিমারস, রালটেস
মেঘালয় গারো, খাসি, জয়ন্তিয়া, হামার
মণিপুর কুকি, লেপচা, মুঘ, মেইথেই
রাজস্থান ভিল, মিনা, কাথোরিয়া, গাথালি, বৈগা, বানজারা, বাইকা
ঝাড়খণ্ড সাঁওতাল, পাহাড়িয়া, মুন্ডা, হো, বিরহর, ওরাঁও
সিকিম লেপচা, ওয়াংচু
উত্তরাখণ্ড খাস, থারু, ভুইয়া, কোল
ওড়িশা খোন্ড, জুয়াং, কান্ধ
কেরালা কাদার, ইরুলা, কুরুম্বা, পুলিয়ান
অরুণাচল প্রদেশ আপাতানি, সিংফো, মিসমি, ডাফলা, মিরি, খামতি
অন্ধ্রপ্রদেশ চেঞ্চু, খোন্ড, কোয়া, বাগদাজ, কুরুম্বা
হিমাচল প্রদেশ গাদ্দি, গুজ্জর, খাস
উত্তরপ্রদেশ খাস, থারু, ভুইয়া, কোল
তেলেঙ্গানা চেঞ্চু, খোন্ড, কোয়া, বাগদাজ, কুরুম্বা
তামিলনাড়ু টোডা, কোটা, বাদাগা, কুরুম্বা
ছত্তিশগড়কোল, ভিল, গোণ্ড, মুরিয়া, বৈগা
গুজরাট  ভিল, পাটেলিয়া, বামচা
মহারাষ্ট্রখোন্ড, ভুঞ্জিয়া
কর্ণাটক ইডসা, আরিয়ান
গোয়া সিদ্দি, ধোদিয়া
পাঞ্জাব সান্সি
বিহার ওরাঁও
লাক্ষাদ্বীপ মিনিকয়, মালাচেরি 
জম্মু ও কাশ্মীর গাদ্দি, গুজ্জর, বাকারওয়াল, ডোগরা 
আন্দামান ও নিকোবর ওঙ্গি, জারোয়া, সোমপেন, সেন্টিনেলিজ
দাদরা ও নগর হাভেলি ডুবলা
উত্তর-পূর্ব হিমালয় অঞ্চল গাল্লোং
File Details:
PDF Name : Major Tribes in India State Wise
Language : Bengali
Size : 0.3 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download

More PDFDownload Link
বিভিন্ন স্থানীয় বায়ু Click Here
আন্তর্জাতিক সীমারেখা Click Here

1 comment:

  1. Tripura main trible -Tiprasa.
    not chakma.kinly remove this post
    if you are not remove immediatly this post then we are inform to our tripura state

    ReplyDelete