Breaking







Saturday, 22 May 2021

ঐতিহাসিক প্রতিষ্ঠান ও তাদের প্রতিষ্ঠাতা তালিকা PDF

ঐতিহাসিক প্রতিষ্ঠান ও তাদের প্রতিষ্ঠাতা তালিকা PDF || ঐতিহাসিক সমাজ/সমিতির প্রতিষ্ঠাতা || List of Historical Organisations and their Founders

ঐতিহাসিক প্রতিষ্ঠান ও তাদের প্রতিষ্ঠাতা তালিকা PDF
ঐতিহাসিক প্রতিষ্ঠান ও তাদের প্রতিষ্ঠাতা তালিকা PDF

কলম 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, ইতিহাস জিকের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক হিসাবে বিভিন্ন ঐতিহাসিক প্রতিষ্ঠান ও তাদের প্রতিষ্ঠাতার তালিকা PDF; যেটির মধ্যে বিভিন্ন ঐতিহাসিক প্রতিষ্ঠান তথা সমাজ বা সমিতির নাম ও তাদের প্রতিষ্ঠাতার একটি সুন্দর তালিকা দেওয়া আছে। 

         বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কে ? , প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন ? প্রভৃতি ধরণের প্রশ্ন এসে থাকে। 

        সুতরাং সময় অপচয় না করে তালিকাটি খুব ভালো করে দেখে নাও এবং অফলাইনে যখন খুশি পড়ার জন্য বা প্রিন্ট আউট করার জন্য নীচ থেকে তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও। 

ঐতিহাসিক প্রতিষ্ঠান ও তাদের প্রতিষ্ঠাতা

ঐতিহাসিক প্রতিষ্ঠানপ্রতিষ্ঠাতা
অভিনব ভারত বিনায়ক দামোদর সাভারকর
আর্য সমাজ স্বামী দয়ানন্দ সরস্বতী
এশিয়াটিক সোসাইটি লর্ড উইলিয়াম জোন্স
আত্মীয় সভা রাজা রামমোহন রায়
অনুশীলন সমিতি সতিশচন্দ্র বসু
তত্ত্ববোধিনী সভা দেবেন্দ্রনাথ ঠাকুর
ব্রাহ্মসমাজ রাজা রামমোহন রায়
স্কুল বুক সোসাইটি ডেভিড হেয়ার
ডন সোসাইটি সতীশচন্দ্র মুখোপাধ্যায়
সায়েন্টিফিক সোসাইটি সৈয়দ আহমেদ খান
সোশ্যাল সার্ভিস লীগ এন. এম. যোশী
বহিস্কৃত হিতকরণী সভা বি. আর. আম্বেদকর 
ইন্ডিপেনডেন্ট লেবার পার্টি বি. আর. আম্বেদকর
অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন ডিরোজিও
আজাদ হিন্দ সরকার সুভাষ চন্দ্র বসু
বেলুর মঠ স্বামী বিবেকানন্দ
আলীগড় বিশ্ববিদ্যালয় সৈয়দ আহমেদ খান
গদর পার্টি লালা হরদয়াল
ফরওয়ার্ড ব্লক সুভাষ চন্দ্র বসু
রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ
ভারতীয় জাতীয় কংগ্রেস এ. ও. হিউম
ইন্ডিয়ান সোশ্যাল কনফারেন্স মহাদেব গোবিন্দ রাণাডে
প্রার্থনা সভা (মহারাষ্ট্র) আত্মারাম পাণ্ডুরঙ্গ 
যুগান্তর দল বারীন্দ্র কুমার ঘোষ 
নববিধান ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্র সেন
কলকাতা মাদ্রাসা ওয়ারেন হেস্টিংস
ভারত সভা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 
সত্যবোধক সমাজ জ্যোতিরাও ফুলে
আদি ব্রহ্মসমাজ দেবেন্দ্রনাথ ঠাকুর
ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন দাদাভাই নৌরজি
ভারতীয় জাতীয়তাবাদী সমাজ শিশিরচন্দ্র বসু
জাতীয় শিক্ষা পরিষদ সতীশচন্দ্র মুখোপাধ্যায়
ভারতসেবক সমিতি মহাত্মা গোখেল
অ্যান্টি সার্কুলার সোসাইটি শচীন্দ্র প্রসাদ বসু
ধর্মসভা রাধাকান্ত দেব
ইন্ডিয়া লিগ শিশির কুমার ঘোষ
ব্রাহ্মবন্ধু সভা কেশবচন্দ্র সেন
সবরমতি আশ্রম মহাত্মা গান্ধী
হরিজন সেবক সংঘ মহাত্মা গান্ধী
লন্ডন ভারত কমিটি সি. পি. মুদালিয়ার
ফোর্ট উইলিয়াম কলেজ লর্ড ওয়েলেসলি
হোমরুল সোসাইটি শ্যামজী কৃষ্ণবর্মা 
স্বরাজ দল চিত্তরঞ্জন বসু ও মতিলাল নেহেরু
মুসলিম লীগ নবাব সলিমুল্লাহ ও আগা খান
প্রার্থনা সমাজ (বোম্বে) মহাদেব গোবিন্দ রাণাডে ও আত্মারাম পাণ্ডুরঙ্গ 
হোমরুল লীগ বাল গঙ্গাধর তিলক ও অ্যানি বেসান্ত
জমিদার সভা দ্বারকানাথ ঠাকুর ও রাধাকান্ত দেব
জ্ঞানার্জন সভা রামগোপাল ঘোষ ও তারাচাঁদ চক্রবর্তী
সাধারণ ব্রাহ্ম সমাজ শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়
বঙ্গভাষা প্রকাশিকা সভা কালিনাথ রায়চৌধুরী, প্রসন্নকুমার ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর ও রাজা রামমোহন রায়
File Details:
PDF Name : List of Historical Organisations and their Founders
Language : Bengali
Size : 0.4 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download

More PDFDownload Link
ব্রিটিশ ভারতের উল্লেখযোগ্য আইন Click Here
ঐতিহাসিক বই ও তার লেখক Click Here

No comments:

Post a Comment