GK Album Part-111 || জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-111 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-111; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আর এই পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের জিকে ভাণ্ডারকে ধীরে ধীরে বাড়িয়ে তুলতে সক্ষম হবে।
GK Album Part-111
■ ‘নববিধান ব্রাহ্মসমাজ’ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ কেশবচন্দ্র সেন।
■ ১৮৩৭ সালে অশোকের লিপি পাঠোদ্ধার করেন কে ?
উত্তরঃ জেমস প্রিন্সেপ।
■ কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন ?
উত্তরঃ আলাউদ্দিন খলজি।
■ নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন ?
উত্তরঃ ১৭৩৯ সালে।
■ সিরাজউদ্দৌলা কবে সিংহাসনে বসেন ?
উত্তরঃ ১৭৫৬ সালে।
■ ‘সত্তর বৎসর’ কার আত্মজীবনী ?
উত্তরঃ বিপিনচন্দ্র পাল।
■ ‘তিন আইন’ কবে পাশ হয় ?
উত্তরঃ ১৮৭২ সালে।
■ অমিত পানঘাল কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ বক্সিং।
■ হিমঘর থেকে কোন বায়ুদূষক গ্যাস নির্গত হয় ?
উত্তরঃ অ্যামোনিয়া।
■ পেট্রোলে কোন ধাতু মেশানো হয় ?
উত্তরঃ সীসা।
No comments:
Post a Comment