Breaking



Thursday 29 July 2021

ব্রিটিশ ভারতের উল্লেখযোগ্য আইন সমূহের তালিকা PDF

ব্রিটিশ ভারতের উল্লেখযোগ্য আইন সমূহের তালিকা PDF || Rules and Acts in British India

ব্রিটিশ ভারতের উল্লেখযোগ্য আইন সমূহের তালিকা PDF
ব্রিটিশ ভারতের উল্লেখযোগ্য আইন সমূহের তালিকা PDF

কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, ইতিহাস বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক হিসাবে ব্রিটিশ ভারতের উল্লেখযোগ্য আইন সমূহের তালিকা PDF, যেটির মধ্যে ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের উল্লেখযোগ্য আইন ও সালের একটি সুন্দর তালিকা দেওয়া আছে। 

সুতরাং দেরী না করে ব্রিটিশ ভারতের আইন সমূহের তালিকাটি দেখে নাও এবং প্রয়োজনে নীচ থেকে তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

ব্রিটিশ ভারতের উল্লেখযোগ্য আইন

আইনসাল
রেগুলেটিং আইন ১৭৭৩
পিটের ভারত আইন ১৭৮৪ 
চার্টার আইন ১৭৯৩
চার্টার আইন ১৮১৩ 
সতীদাহ নিবারণ আইন ১৮২৯
চার্টার আইন১৮৩৩
চার্টার আইন ১৮৫৩
হিন্দু বিধবা বিবাহ আইন ১৮৫৬ 
ভারত শাসন আইন ১৮৫৮
ভারতীয় কাউন্সিল আইন ১৮৬১
নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন ১৮৭৬
ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ১৮৭৮
অস্ত্র আইন ১৮৭৮
ফ্যাক্টরি আইন ১৮৮১
ভারতীয় কাউন্সিল আইন ১৮৯২
বিশ্ববিদ্যালয় আইন ১৯০৪
ভারতীয় কাউন্সিল আইন ১৯০৯
ভারত রক্ষা আইন ১৯১৫ 
ভারতীয় চলচ্চিত্র আইন ১৯১৮ 
রাওলাট আইন ১৯১৯
ভারত শাসন আইন ১৯১৯
ভারতীয় অরণ্য আইন ১৯২৭
চাইল্ড ম্যারেজ রেস্ট্রেনট অ্যাক্ট ১৯২৯
সেল অফ গুডস অ্যাক্ট ১৯৩০
ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট  ১৯৩২ 
ভারত শাসন আইন ১৯৩৫
দ্য ফরেনারস অ্যাক্ট  ১৯৪৬
ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট ১৯৪৭ 
ভারতীয় স্বাধীনতা আইন ১৯৪৭

■ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ

প্রশ্নঃ রেগুলেটিং আইন কবে পাস হয় ?
উত্তরঃ ১৭৭৩ সালে।

প্রশ্নঃ সতীদাহ নিবারণ আইন কবে পাস হয় ?
উত্তরঃ ১৮২৯ সালে।

প্রশ্নঃ অভিনয় নিয়ন্ত্রণ আইন বা নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে পাশ হয় ?
উত্তরঃ ১৮৭৬ সালে।

প্রশ্নঃ রাওলাট আইন কবে পাস হয় ?
উত্তরঃ ১৯১৯ সালে।

প্রশ্নঃ ভারত শাসন আইন কবে পাস হয় ?
উত্তরঃ ১৯৩৫ সালে। 

File Details:
PDF Name : Rules and Acts in British India
Language : Bengali
Size : 0.3 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download

More PDFDownload Link
কে কার আমলে ভারতে আসেন Click Here
বিভিন্ন রাজা ও তাদের উপাধি Click Here

No comments:

Post a Comment