Breaking







Friday, 21 May 2021

GK Album Part-110

GK Album Part-110 || জিকে অ্যালবাম

GK Album Part-110
GK Album Part-110

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-110; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আর এই পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের জিকে ভাণ্ডারকে ধীরে ধীরে বাড়িয়ে তুলতে সক্ষম হবে।

GK Album Part-110

 ‘টোয়েন্টি পয়েন্ট প্রোগ্রাম’ কত সালে উদ্বোধন হয়েছিলো ? 
উত্তরঃ ১৯৭৫ সালে।

 আগ্রার মোতি মসজিদ কোন শাসকের আমলে তৈরি হয়েছিলো ? 
উত্তরঃ শাহজাহান।

 ঔরঙ্গজেবের কন্যার নাম কি ? 
উত্তরঃ জেবুন্নেসা।

 কোন মুঘল সম্রাট তামাক ব্যবহারের ঘোর বিরোধ ছিলেন ? 
উত্তরঃ ঔরঙ্গজেব।

 প্রক্সিমা সেন্টারাই কি ? 
উত্তরঃ নক্ষত্র।

 গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কী বলে ? 
উত্তরঃ ছায়াপথ।

 আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় কত কিমি ? 
উত্তরঃ ৩ লক্ষ।

 X-Ray কীসের ওপর নির্ভর করে ? 
উত্তরঃ ইলেকট্রন।

 সেলসিয়াস স্কেলের শূন্য = কত মিমি ? 
উত্তরঃ 1/1000 mm.

 বৈদ্যুতিক বাতির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে ? 
উত্তরঃ আর্গন। 

No comments:

Post a Comment