Breaking







Saturday, 15 May 2021

GK Album Part-107

GK Album Part-107 || জিকে অ্যালবাম

GK Album Part-107
GK Album Part-107

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-107; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আর এই পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের জিকে ভাণ্ডারকে ধীরে ধীরে বাড়িয়ে তুলতে সক্ষম হবে।

GK Album Part-107

 বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালিত হয় ? 
উত্তরঃ ১৪ই নভেম্বর।

 জশ ফিলিপ কোন খেলার সঙ্গে যুক্ত ? 
উত্তরঃ ক্রিকেট।

 বুড়াচাপোড়ি অভয়ারণ্যটি কোথায় অবস্থিত ? 
উত্তরঃ আসাম।

 সুপ্রিমকোর্টে কত ধরণের আপিল করা যায় ? 
উত্তরঃ চার।

 ভানগার্ড পত্রিকাটি কে সম্পাদনা করেন ? 
উত্তরঃ মানবেন্দ্রনাথ রায়।

 আইন অমান্য আন্দোলন কবে শুরু হয় ? 
উত্তরঃ ১৯৩০ খ্রিস্টাব্দে।

 কার্লাইল সার্কুলার কবে জারি হয় ? 
উত্তরঃ ১৯০৫ সালে।

 কর্নাটক রাজ্য কবে সৃষ্টি হয় ? 
উত্তরঃ ১৯৭৩ সালে।

 BOD এর পুরো কথাটি কি ? 
উত্তরঃ Biological Oxygen Demand.

 প্রদীপের পলতেতে তেল কোন পদ্ধতিতে ওপরে ওঠে ? 
উত্তরঃ কৈশিক ক্রিয়ায়।

No comments:

Post a Comment