GK Album Part-106 || জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-106 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-106; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আর এই পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের জিকে ভাণ্ডারকে ধীরে ধীরে বাড়িয়ে তুলতে সক্ষম হবে।
GK Album Part-106
■ রাজিয়া সুলতান কার মেয়ে ছিলেন ?
উত্তরঃ ইলতুৎমিস।
■ ‘দরবেশের সুলতান’ নামে কে পরিচিত ছিলেন ?
উত্তরঃ নাসিরুদ্দিন মহম্মদ।
■ খিলজি বংশ কবে প্রতিষ্ঠা হয় ?
উত্তরঃ ১২৯০ খ্রিস্টাব্দে।
■ ইউরেনাস কত সালে আবিষ্কার করা হয় ?
উত্তরঃ ১৭৮১ সালে।
■ কেইল খাল কার কার সাথে যুক্ত ?
উত্তরঃ উত্তর সাগর ও ব্যালটিক সাগর।
■ কোন নদীর সবথেকে বড় নিকাশী ব্যবস্থা আছে ?
উত্তরঃ আমাজন।
■ অক্ষর অনিতা চানু কীসের জন্য অর্জুন পুরস্কার পান ?
উত্তরঃ জুডো।
■ India’s Rajiv সিরিয়ালটির ডিরেক্টর কে ছিলেন ?
উত্তরঃ সিমি গারেওয়াল।
■ কানাডার জাতীয় খেলা কি ?
উত্তরঃ ল্যাকরোসে।
■ বাটারফ্লাই কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ সাঁতার।
No comments:
Post a Comment