GK Album Part-102 || জিকে অ্যালবাম
![]() |
GK Album Part-102 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-102; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আর এই পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের জিকে ভাণ্ডারকে ধীরে ধীরে বাড়িয়ে তুলতে সক্ষম হবে।
GK Album Part-102
■ কে আলমগীর নামে পরিচিত ছিলেন ?
উত্তরঃ ঔরঙ্গজেব।
■ ঔরঙ্গজেব কোন বাদ্যযন্ত্র খুব ভালো বাজাতে পারতেন ?
উত্তরঃ বীনা।
■ রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয় ?
উত্তরঃ ১৯৫৩ সালে।
■ জ্যুগান কোথায় দেখা যায় ?
উত্তরঃ সোনেরান মরুভূমিতে।
■ প্রতিটি ক্রোমোজোমে ক্রোমটিডের সংখ্যা কত ?
উত্তরঃ দুটি।
■ কত সালে অ্যাসপিরিন আবিষ্কৃত হয় ?
উত্তরঃ ১৯৯৭ সালে।
■ অক্সিজেনের যোজ্যতা কত ?
উত্তরঃ দুই।
■ কোন হরমোনকে অ্যান্টিডায়াবেটিক হরমোন বলা হয় ?
উত্তরঃ ইনসুলিন।
■ All Under Heaven বইটি কার রচিত ?
উত্তরঃ কারোলিন ফিলিপস।
■ লাক্ষাদ্বীপে কোন ভাষায় কথা বলা হয় ?
উত্তরঃ মালায়লম।
No comments:
Post a Comment